আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়াদ উত্তীর্ণ পন্য রাখায় ৩ দোকানিকে এবং নোংরা স্থানে খাবার তৈরীর অভিযোগে ২ বেকারীকে অর্থদন্ড


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ ,১২ মে, ২০২০ | আপডেট: ১:৪৯ পূর্বাহ্ণ ,১৩ মে, ২০২০
মেয়াদ উত্তীর্ণ পন্য রাখায় ৩ দোকানিকে এবং নোংরা স্থানে খাবার তৈরীর অভিযোগে ২ বেকারীকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার।।  মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার দায়ে ৩ মুদি দোকানদারকে এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ২ বেকারীর মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পটুয়াখালী র‌্যাব-৮ ও জেলা প্রশাসননের যৌথ উদ্যোগে ১২ মে-২০২০ মঙ্গলবার দুপর ২.টার দিকে পটুয়াখালী সদর ও গলাচিপাতে অভিযান পরিচালনা করে- অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীর অভিযোগে *আমখোলা বাজারের বেকারী মালিক মোঃ রিয়াজুল ইসলাম (২৫) কে ৩০০০/- টাকা, *বাদুরা বাজারের বেকারী মালিক মোঃ লিটন (৪২) কে ৩০০০/- টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার দায়ে *আমখোলা বাজারের মুদিদোকান মালিক সততা ট্রেডার্সের নুর নেহার (৩৫) কে ১০,০০০/- টাকা, *মোঃ নাসির উদ্দিন(৪৮) কে ৫০০০/- টাকা, ও *২নং বাধঘাট বাজারের ফারুক হাওলাদার (৪০) কে ১০০০/- টাকা সহ সর্বমোট ২২,০০০/- টাকা জরিমানা করা হয়।

এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মানশ চন্দ্র দাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০,৪২, ৩৮, ৩৯, ও ৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন। এ সময়, জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ ও র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন উপস্থিত ছিলেন।

Comments

comments