আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফলোআপঃ রাজবাড়ী বসন্তপুর আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বিধবার টাকা আত্মসাতের অভিযোগ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ ,১১ মে, ২০২০ | আপডেট: ১১:৩৬ অপরাহ্ণ ,১১ মে, ২০২০
ফলোআপঃ রাজবাড়ী বসন্তপুর আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বিধবার টাকা আত্মসাতের অভিযোগ

মোঃ আলমাস আলী॥ জেলার সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভাতার কার্ড করে দেওয়ার নামে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়াও ঐ নেতার বিরুদ্ধে স্থানীয় এক বিধবার ভিজিডি কার্ডের  চাল আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধান কালে জানা যায়, বসন্তপুর ইউনিয়নের ৮নং ওর্য়াডের সংগঠনিক সম্পাদক জাহিদ উক্ত পদে নির্বাচিত হওয়ার পর থেকে বিধবা ভাতা, মাতৃত্ব কালীন ভাতা, ভিজিডি কার্ড দেয়ার প্রলোভনে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন এই জাহিদ। ভূক্তভোগী বড়রুঘুনাথপুর গ্রামের মৃত জালাল মল্লিকের  বিধবা স্ত্রী চায়না বেগম বলেন, আমাকে বিধবা ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ৫/৬মাস আগে ১৩০০/= (তেরশত) টাকা নিয়েছেন আওয়ামী লীগ নেতা জাহিদ। নিজের শেষ সম্বল টুকু বিক্রি করে তার হাতে টাকা তুলে দিয়েছি। কিন্তু আজও পর্যন্ত আমার নামে বিধবা ভাতার কার্ড হয়নি। এখন টাকা ফেরত চাইলে আমাকে নাজেহাল করার হুমকি দেয়া হচ্ছে। বিষয়টি স্থানীয় মাতুব্বরদেরকে জানিয়েও কোনো প্রতিকার পাইনী। চায়না বেগম আরো বলেন, সমপ্রতি তার নামের তিন মাসের ভিজিডি কার্ডের ৯০ কেজি চাল ঐ চক্রটি উত্তলন করে আত্মসাত করেছেন।

একই গ্রামের ৮নং ওর্য়াডের আওয়ামী লীগ দলের সেক্রেটারী ওহাব মল্লিকের ভাইয়ের স্ত্রী নারগিছ বেগম বলেন, জাহিদ অত্র এলাকার  মোহাম্মাদের ছেলে দেলোয়ারের নিকট থেকে ৫০০/= শত টাকা, মান্নানের স্ত্রী জোস্নার নিকট থেকে ১৫০০/= টাকাসহ অনেক অসহায় ব্যাক্তিদেরকে বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন।

অপরদিকে, টাকা নিয়ে ভাতার কার্ড করে দেয়ার বিষয়টি নিয়ে মুঠো ফোনে অভিযুক্ত জাহিদ এর নিকট জানতে চাইলে তিনি ভাতার কার্ড করার কথা বলে টাকা নিয়েছেন মর্মে  স্বীকার করেন।

Comments

comments