আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সিগারেটের আগুন চাওয়াকে কেন্দ্র করে দোকানদারকে মারপিট


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ ,১০ মে, ২০২০ | আপডেট: ১০:৫০ অপরাহ্ণ ,১১ মে, ২০২০
রাজবাড়ীতে সিগারেটের আগুন চাওয়াকে কেন্দ্র করে দোকানদারকে মারপিট

মোঃ আলমাস আলী॥  রাজবাড়ী আহলাদিপুর টিটিসির সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বূত্তের  লাঠির আঘাতে মোহাম্মাদ আলী নামক এক মুদি দোকান্দার গুরুতর জখম হয়েছেন।

তিনি সদর উপজেলার ইন্দ্রনারায়নপুর গ্রামের মৃত আবু তাহের মোল্যার ছেলে ও টিটিসির সামনে মুদি দোকান্দার। গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত সামছু শেখ নামের এক ব্যাক্তিকে ঘটনার সময় পুলিশ আটক করেন।

জানা যায়, গত ০৩/০৫/২০ইং তারিখ রোজ রবিবার সন্ধা আনুমানিক ৭.টার সময়  আহলাদিপুর টিটিসি’র সামনে ভিকটিম মোহাম্মাম আলীর দোকানে সিগারেটের আগুন চাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের মৃত জলিল শেখের পুত্র সামছু শেখ এবং মৃত বলাই মন্ডলের দুই ছেলে নবা মন্ডল ও তালেব আলী মন্ডলের  কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামীগন দোকানের ভিতর প্রবেশ করিয়া দোকান্দার মোহাম্মাদ আলীকে টেনে হেচঁড়ে দোকানের সামনে নিয়ে বেধরক কিলখুশি-লাথি মারতে থাকে। আসামী সামছু শেখের হাতে থাকা বাঁশের লাটি দিয়ে দোকান্দার মোঃ আলীকে হত্যার উদ্দেশ্যে  মাথার পিছুনে বাম পাশে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনার সময় আসামী নবা মন্ডল ভিকটিমের দোকানের ক্যাশ থেকে নগদ ৬৫,০০০/- টাকা লুট করেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়। ভিকটিমের মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারনে ভিকটিমকে বেশীদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা সম্ভাব হয়নী  বলে চিকিৎসক জানায়।

এ ঘটনায় সামছু শেখকে প্রধান আসামী করে মোট ৩ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলা করার পর থেকে ভিকটিম নিজ বাড়ীতে নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে তিনি দাবী করেন।

Comments

comments