আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে দোকান খোলায় ভ্রাম্যমান আদালতে দোকানদারদের জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ ,৫ মে, ২০২০ | আপডেট: ১:১৯ অপরাহ্ণ ,৬ মে, ২০২০
লকডাউনে দোকান খোলায় ভ্রাম্যমান আদালতে দোকানদারদের জরিমানা

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী র‌্যাব, বরগুনা জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ উদ্যোগে ৫ মে-২০২০ মঙ্গলবার সকাল ১০.টা হতে দুপুর ১.টা পর্যন্ত বরগুনা সদর এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে করোনা দূর্যোগে এই লকডাউনের মধ্যে দোকান খোলা রাখার অপরাধে পানের দোকানদার মোঃ শ্রী বিমল সিকদার (৬৮) ৪ হাজার টাকা ও নুসরাত জাহান টেলিকম মোঃ এনামুল হক (২৫) কে ৫ হাজার টাকা সহ সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ নিজাম উদ্দীন বাংলাদেশ দন্ড বিধি আইনের ২৬৯ ধারা মোতাবেক এ অর্থদন্ড দন্ড প্রদান করেন।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন সাংবাদিকদের বলেন- রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Comments

comments