আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তার করতে রাজবাড়ীতে সন্ত্রাসী প্রতিপক্ষের হামলায় সন্ত্রাসী জখম


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ ,১ মে, ২০২০ | আপডেট: ৯:৫৫ অপরাহ্ণ ,১ মে, ২০২০
আধিপত্য বিস্তার করতে রাজবাড়ীতে সন্ত্রাসী প্রতিপক্ষের হামলায় সন্ত্রাসী জখম

স্টাফ রিপোর্টার।। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর নতুন মসজিদ এলাকায় সন্ত্রাসী প্রতিপক্ষের হামলায় ইনছান আলী ও আল আমিন নামের দুই যুবক গুরুতর জখম হয়েছে। তাদেরকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পর আংশকাজনক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আহতদের একজন ইনছান আলী (২৮) কে রাতেই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ৩০শে এপ্রিল রাত সাড়ে ৯.টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- রাজবাড়ী জেলা শহরের কলেজপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইনছান আলী (৩০) অপরজন একই এলাকার মোক্তার হোসেনের ছেলে আলামিন (২৫)।

স্থানীয়সূত্রে জানাযায়, রাজবাড়ীর ম্যাইছাঘাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তারই সূত্র ধরে আজ প্রতিপক্ষ ম্যাইছাঘাটার শিমূল গ্রুপ বিনোদপুর নতুন পাড়ার ইনছান আলী কে কুপিয়েছে, তখন আল আমিন এগিয়ে আসলে তাকেও মারপিট করেছে। এ ঘটনার পর পুলিশ আসে, আর আহতদের সদর হাসপাতালে পাঠায়।

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ম্যাইছাঘাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইনছান গ্রুপ ও শিমুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছিল। যার অংশ হিসেবে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯.টার দিকে জেলা শহরের বিনোদপুর নতুন মসজিদ এলাকায় শিমুল গ্রুপের ১০/১২জন সন্ত্রাসী ইনছান ও আলামিনের উপর হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার পর সন্ত্রাসীদের ধরতে এলাকায় পুলিশী অভিযান চলছে।

রাজবাড়ী থানার ওসি আরো বলেন- আহত ইনছান আলীর বিরুদ্ধে ৮টি মামলা এবং প্রতিপক্ষের প্রধান শিমুলের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

Comments

comments