আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউন না মানায় রাজবাড়ী জেলায় একদিনে ২৯ জনকে ৮২,৫০০ টাকা অর্থদণ্ড, ২৯শে এপ্রিল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ ,২৯ এপ্রিল, ২০২০ | আপডেট: ৫:৩৫ অপরাহ্ণ ,৩০ এপ্রিল, ২০২০
লকডাউন না মানায় রাজবাড়ী জেলায় একদিনে ২৯ জনকে ৮২,৫০০ টাকা অর্থদণ্ড, ২৯শে এপ্রিল

রাজবাড়ী প্রতিনিধি।। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি ও সংক্রমণ বিস্তার রোধকল্পে এবং মহামারী ঠেকাতে জনসাধারণের ঘরে অবস্থান নিশ্চিতকরণ, ত্রাণ বিতরণ, বাজার মনিটরিংসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছেন- রাজবাড়ী জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
তারই ধারাবাহিকতায় আজ ২৯ এপ্রিল-২০২০ বুধবার জেলা সদরসহ ৫উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টে *রাজবাড়ী সদর উপজেলায় দণ্ডবিধির ২৬৯ ধারা লঙ্ঘনের দায়ে ৬ জনকে ১৮ হাজার টাকা, *পাংশা উপজেলায় দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ জনকে ২২ হাজার টাকা, *দণ্ডবিধির ২৬৯ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারা লঙ্ঘনের দায়ে গোয়ালন্দ উপজেলায় ৫ জনকে ৩৬ হাজার টাকা এবং *দণ্ডবিধির ২৬৯ ধারা লঙ্ঘনের দায়ে বালিয়াকান্দি উপজেলায় ৩ জনকে ৬ হাজার ৫ শত টাকা= সর্বমোট ২৯ জনকে ৮২ হাজার ৫শত টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অপরদিকে, কালুখালী উপজেলায় পরিচালিত কোর্ট কাউকে অর্থদন্ড কিংবা কারাদণ্ড প্রদান করেনি। তবে সতর্কতা অবলম্বণের জন্য একাধিক ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সরকারি নির্দেশনা পালনে সতকর্তা অবলম্বনের জন্য নির্দেশনা প্রদান করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়সূত্রে এ তথ্য জানা গেছে।এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানাযায়।

উল্লেখ্য, রাজবাড়ী জেলায় গত ২০ মার্চ-২০২০ হতে আজ ২৯ এপ্রিল-২০২০ তারিখ পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে ৭২৯ জনকে ১৬ লক্ষ অর্থদণ্ড আরোপ করে জরিমানা আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

Comments

comments