আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর শারমিন হত্যার ১১ দিনের মাথায় আসামীকে গ্রেফতার করলো ফরিদপুর র‌্যাব


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ ,২৯ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:০৩ অপরাহ্ণ ,২৯ এপ্রিল, ২০২০
চাঞ্চল্যকর শারমিন হত্যার ১১ দিনের মাথায় আসামীকে গ্রেফতার করলো ফরিদপুর র‌্যাব

স্টাফ রিপোর্টার।।  চলতি মাসের গত ১৭ এপ্রিল ফরিদপুরে চাঞ্চল্যকর গৃহবধু শারমিন আক্তার (২২) হত্যা মামলার প্রধান আসামী সিয়াম মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী- ফরিদপুর জেলার সালথা উপজেলার রায়েরচর গ্রামের রঙ্গু মোল্লার ছেলে, এবং হত্যা হওয়া শারমিন আক্তারের স্বামী।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে ২৮ এপ্রিল-২০২০ মঙ্গলবার ঢাকা জেলার কামরাঙ্গীচর এলাকায় সিয়াম মোল্লার এক আত্মীয়ের বাসা হতে তাকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত, গত ১৭ এপ্রিল-২০২০ তারিখ স্থানীয় তথ্যর উপর ভিত্তি করে ‌র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানধীন পূর্ব খাবাসপুর শান্তি বাগ মোড়ে জনৈক মজিবুর রহমানের ভাড়া বাড়িতে শারমিন আক্তার (২২) নাম এক তরুনীর মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকে ভিকটিমের স্বামী  সিয়াম মোল্লা পলাতক ছিলেন। গত ১৮/৪/২০২০ তারিখ ভিকটিমের পরিবার স্বামী সিয়াম মোল্লা (৩৫) কে প্রধান আসামী করে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর হতে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প আসামীকে গ্রেফতারের জন্য তৎপর হয়। গোয়েন্দা তথ্য, উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষন করে ঢাকা জেলার কামরাঙ্গীচর এলাকায় আসামীর অবস্থান সনাক্ত করা হয়। পরবর্তীতে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গত ২৮/০৪/২০২০ তারিখে আসামী আসামী সিয়াম মোল্লাকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

Comments

comments