আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর খানগঞ্জের ওএমএস ডিলারের বিচার দাবীতে রাস্তায় নেমেছে জনসাধারন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ ,২৬ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:০৬ অপরাহ্ণ ,২৬ এপ্রিল, ২০২০
রাজবাড়ীর খানগঞ্জের ওএমএস ডিলারের বিচার দাবীতে রাস্তায় নেমেছে জনসাধারন

উজ্জ্বল চক্রবর্ত্তী।।  রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচীর (ওএমএস) ১০ টাকা কেজির চাল না পাওয়ার অভিযোগে অভিযুক্ত ডিলারের বিচারের দাবিতে ও সঠিক নিয়মে চাল বন্টনের দাবীতে সামাজিক দুরুত্ব বজায় রেখে মানববন্ধন করেছে ভূক্তভুগিরাসহ কয়েকশত এলাকাবাসী।

২৬ এপ্রিল-২০২০ রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি আরশি নগর লালন স্মৃতি সংঘের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

এ সময় মানববন্ধন অংশ নেওয়া মোঃ সাইফুল ইসলাম, তানিয়া আক্তার, মোজাহার আলী মন্ডল, লোকমান হোসেন খান, আয়ুব আলী মুনশীসহ একাধিক ব্যাক্তিরা জানান- খানগঞ্জ ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলার মোঃ তোফাজ্জেল হোসেন তোফা কার্ডধারী বেশ কয়েকজন কে চাল না দিয়ে ফিরিয়ে দিয়েছেন। সঠিক নিয়মে চাল বন্টন করছেন না। সঠিক নিয়মে চাল বিতরন ও ডিলারের বিচারের দাবী জানান তারা।

অভিযুক্ত খানগঞ্জ ইউনিয়নের ডিলার তোফাজ্জেল হোসেন তোফা এসব অভিযোগ অস্বীকার করে জানান- সঠিক নিয়মেই কার্ডধারীদের মাঝে চাল বিতরন করা হচ্ছে।

Comments

comments