আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে দুই কৃষকের ক্ষেতের বাঙ্গি কুপিয়ে ধ্বংস করে কয়েক লাখ টাকার ক্ষতি করলো দূর্বৃত্তরা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ ,২৪ এপ্রিল, ২০২০ | আপডেট: ১০:৪১ অপরাহ্ণ ,২৫ এপ্রিল, ২০২০
কালুখালীতে দুই কৃষকের ক্ষেতের বাঙ্গি কুপিয়ে ধ্বংস করে কয়েক লাখ টাকার ক্ষতি করলো দূর্বৃত্তরা

এস.এম হিমেল।।  রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের বাবন মন্ডল ও সায়েদ মন্ডলের ক্ষেতের ধরন্ত কয়েক লক্ষাধিক টাকা মূল্যের বাঙ্গি কুপিয়ে ধ্বংস করে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় চাষী বাবন মন্ডল বাদী হয়ে ১৭ জনকে আসামি করে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

আব্দুল খালেক মন্ডলের ছেলে চাষী বাবন মন্ডল জানান, প্রতিবছরের মত এবারও জমি বড়গা নিয়ে তিনি বাঙ্গির আবাদ করেন। পাশ্ববর্তী চরকুলটিয়া গ্রামের একদল দূর্বৃত্ত মাঝে মধ্যেই তার ক্ষেতে এসে জোরপূর্বক বিনামূল্যে বাঙ্গি খেয়ে ও নিয়ে যায়। গত ২৩ এপ্রিল-২০২০ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই দূর্বৃত্তরা তার ক্ষেতে আসে এবং তারা মোবাইলে ফোন দিয়ে আমাকে লবন নিয়ে ক্ষেতে আসতে বলে। তিনি ভয়ে তার ছোট ভাই তপন মন্ডলকে সাথে করে দুইটি বাঙ্গি ও লবন নিয়ে ক্ষেতে আসেন। দূর্বৃত্তরা বাঙ্গি খেয়ে যাওয়ার সময় জোর পূর্বক আরো বাঙ্গি নিয়ে যেতে চাইলে নিষেধ করেন। এতে তারা ক্ষুব্দ হয় এবং তার ও তার ভাইকে বেধরক মারপিট করে চলে যায়। এর কিছু সময় পর ওই দূর্বৃত্তরা আবারো ক্ষেতে আসে। এ সময় তার ক্ষেতের ও পাশ্বর্বতী সায়েদ মন্ডলের ক্ষেতের প্রায় ৮০/৯০ শতাংশ জমির ধরন্ত কয়েক লক্ষাধিক টাকা মূল্যের বাঙ্গি গুলো কুপিয়ে কুপিয়ে ধ্বংস করে রেখে চলে যায়। পরবর্তীতে তারা ক্ষেতে এসে এই ঘটনা দেখতে পান।

এ ঘটনায়, মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক কালাম খান জানান- ২৪/৪/২০২০ইং তারিখ শুক্রবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় চাষী বাবন মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। দূর্বৃত্তদের গ্রেপ্তার করতে অভিযানও চালিয়েছেন। তবে তাদের আটক করা সম্ভব হয়নি।

Comments

comments