আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে অনুষ্ঠিত সালিশে মারামারি; আহত ৮, আটক ৪


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ ,২৪ এপ্রিল, ২০২০ | আপডেট: ৩:১৯ পূর্বাহ্ণ ,২৫ এপ্রিল, ২০২০
বালিয়াকান্দিতে অনুষ্ঠিত সালিশে মারামারি; আহত ৮, আটক ৪

উজ্জ্বল চক্রবর্ত্তী।। বালিয়াকান্দিতে জমি নিয়ে  অনুষ্ঠিত সালিশে মারামারিতে ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় ৪ জন আটক।  আহতদেরকে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন দিলালপুর গ্রামের মোজাহার শেখের ছেলে হিরণ শেখ (৪৫), তার স্ত্রী পান্না বেগম (৩৫), ছোট ভাই হারুন শেখ (৩৮) মৃত মোজা শেখের স্ত্রী নুর জাহান (৭০), মজিদ মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (৩০) তমছের মোল্লার ছেলে নিরুজ মোল্লা (৩৫), আব্দুর মজিদ শেখের ছেলে রফিক শেখ (৩০), রজব শেখের ছেলে রাসেল শেখ (২৫)। এদের মধ্যে আহত নিরুজ ও পান্নার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে।

২৪ এপ্রিল-২০২০ শুক্রবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামে মজিদের বাড়ীর পাশে বাগানে হিরন ও মজিদ উভয় পক্ষের উপস্থিতে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, ইউপি সদস্য মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা সালিশে বসে। সালিশ চলাকালীন সময় এই মারামারির ঘটনা ঘটে।

এঘটনায় বহরপুরের আনোয়ার হোসেন নিরু, শাজাহান এবং দিলালপুর গ্রামের ফারুক ও ফরহাদকে আটক করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, চেয়ারম্যান সালিশ ডেকেছেন সেটি আমাদেরকে আগে কেউ জানাননি। সালিশের সময় মারামারি শুরু হলে তখন চেয়ারম্যান আমাদেরকে বিষয়টি তিনি ফোনে জানান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

Comments

comments