আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রি করায় ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ ,২৪ এপ্রিল, ২০২০ | আপডেট: ১২:৩৫ পূর্বাহ্ণ ,২৫ এপ্রিল, ২০২০
অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রি করায় ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জনতার মেইল ডেস্ক।। প্রবিত্র রমজান মাস ও চলমান করোনাভাইরাসকে পুঁজি করে প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করাসহ যথানিয়মে ভোক্তা আইন না মানায় ১১ টি অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

২৪ এপ্রিল-২০২০ শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৬টি টিম রাজধানীর কারওয়ান বাজার, গোদারাঘাট বাজার, ভাটারা বাজার, উত্তর বাড্ডা বাজার, দক্ষিণ বাড্ডা বাজার, গুলশান-১ কাঁচাবাজারে অভিযান চালায় তারা। এসময় মূ্ল্য তালিকা প্রদর্শন না করা, অনৈতিকভাবে বেশি দামে নিত্যপণ্য বিক্রি করাসহ যথানিয়মে ভোক্তা আইন পালন না করায় ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক( উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, মাসুম আরেফিন, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, ফাহমিনা আক্তার, রজবী নাহার রজনী এবং তাহমিনা আক্তার।

অভিযান চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, তেল, আদা, রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা এবং প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রি না করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা গ্রহণ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এছাড়া ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হাত ধোয়ার পরামর্শ দেয়া, অযথা বাইরে ঘোরাফেরা না করার জন্য আহ্বান জানানো হয়।

রমজান ও করোনার সংকটময় সময়ে যেসব ব্যবসায়ী ভোক্তাদের জিম্মি করে অধিক মূল্য আদায় করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও অধিদফতর থেকে সতর্ক করা হয়।

Comments

comments