আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সামাজিক দুরুত্ব না মেনে চলছে ফল বাজার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ ,২৩ এপ্রিল, ২০২০ | আপডেট: ১২:০৩ পূর্বাহ্ণ ,২৪ এপ্রিল, ২০২০
রাজবাড়ীতে সামাজিক দুরুত্ব না মেনে চলছে ফল বাজার

নিজস্ব প্রতিনিধি।। শাক সবজির বাজার অন্যাত্র স্থান্তরের পরেও, সামাজিক দুরত্ব না মেনে ও সরকারি নির্দেশনা অমান্যকরে রাজবাড়ী জেলা শহরের বড় বাজারের মধ্যে চলছে ফল বাজারে ফল বেঁচা-কেনা। এতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামন স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পরার অশংকা সৃষ্টি হয়েছে। এ নিয়ে সবজি দোকানিদের মধ্যে ও স্থানীয় সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।

রাজবাড়ীতে সেনা-বাহিনী, আনসার-বাহিনী ও পুলিশ প্রশাসন জনসাধারণকে জনসমাগম না করা সহ সামাজিক দুরুত্ব নিশ্চিত করণে নানা ভাবে সচেতনতা মূলক প্রচারণা চালালেও দূরত্ব বজায় রাখছেন না ফল বাজারে আসা এসব ক্রেতারা।

২৩ এপ্রিল-২০২০ বৃহস্পতিবার দুপুরের দিকে রাজবাড়ীর ফল বাজারে সরেজমিন গিয়ে দেখা যায়, কেনাকাটা করতে আসা ক্রেতাদের ভিড় যেন ঈদের বাজারে পরিনত হয়েছে। দূরত্ব বজায় রেখে এক সঙ্গে তিন জনের বেশি জমায়েত না হওয়ার সরকারি নির্দেশনা কোনো কাজেই আসেনি এসব ক্রেতাদের কাছে।

নাম প্রকাশে অনেচ্ছুক কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বললে তারা জানান- সামনে পবিত্র রমজান তাই ফল কিনতেই বাজারে আসা। এ সময় প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বলেন- জনসমাগম বা ভিড় হলেও কিছুই করার নেই, কেনাকাটা-তো করতেই হবে।

জনসাধারণকে দূরত্ব বজায় রেখে পণ্য সামগ্রী ক্রয় করতে বলা স্বত্ত্বেও তারা কথা শুনছেন না। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টিআকর্ষন করেছেন সবজি বিক্রেতারাসহ সচেতন মহল।

Comments

comments