আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের দেবগ্রামে প্রতিবেশির হামলায় ১ জন নিহত, আহত-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ ,২০ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:৩০ অপরাহ্ণ ,২০ এপ্রিল, ২০২০
গোয়ালন্দের দেবগ্রামে প্রতিবেশির হামলায় ১ জন নিহত, আহত-২

মোঃ আলমাস আলী।। কাঁচা টয়লেট থেকে দূর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে ১২ এপ্রিল-২০২০ রবিবার সকালের দিকে উভয় প্রতিবেশীর মধ্যে ঝগড়া-ঝাটি ও মারপিটের ঘটনায় একই পক্ষের ১ জন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে।

নিহত ব্যাক্তি- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের আইজদ্দিন শেখ (৭৫)। এবং আহতরা হলো নিহতের ছেলে টাবলু শেখ (৩২) ও তার স্ত্রী শিউলি বেগম এবং টাবলুর মা আমেনা বেগম।

মামলাসূত্রে জানাযায়,  উভয় প্রতিবেশীর কাঁচা টয়লেট থেকে থেকে দূর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে ১২ এপ্রিল-২০২০ রবিবার সকাল ৮.টার দিকে প্রতিবেশী আজাই ফকিরের সাথে টাবলুর তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে আজাই ফকির, নজরুল মোল্লা, রাজ্জাক ফকির, হারুন ফকির, সাইদুল ফকির, রমজান ফকির, ছয়াদ ফকির, দুলু ফকির ও আকাশ ফকিরসহ ১০/১২ জন মিলে লাঠি-সোটা নিয়ে জোটবদ্ধ হয়ে টাবলুর বাড়ির উপরে গিয়ে হামলা করে। তারা টাবলুকে এলোপাথারিভাবে মারতে থাকলে এসময় টাবলুর চিৎকারে টাবলুর বাবা আইজদ্দিন শেখ, মা আমেনা বেগম ও তার স্ত্রী শিউলি এগিয়ে আসলে সবাইকে বাঁশের লাঠি, কাঠের বাটাম ও রড দিয়ে সবাইকে মারপিট করে। এ মারপিটে সবাই জখম হয়, তারমধ্যে টাবলুর হাত ভেঙ্গে যায় ও শরিরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম হয়, আইজদ্দিন শেখের মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়। পরে ৩ জনকে গোয়ালন্দ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে টাবলু ও তার স্ত্রী ভর্তি হয়। কিন্তু আইজদ্দিন শেখের অবস্থা বেগতিক দেখে সেখানকার চিকিৎসক আইজদ্দিন শেখেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানকার কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আইজদ্দিন শেখেকে ঢাকা মেডিকেলে রেফার করে। সেখানে ৮ দিন চিকিৎসা থাকা অবস্থায় আজ সকালের দিকে আইজদ্দিন শেখ-এর মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ তখনো বাড়িতে পৌছায়নি।

এ ঘটনায় নিহতের ভাতিজা মোঃ খলিল শেখ বাদী হয়ে ২/৩ জন অজ্ঞাতসহ ৯ জনের নাম উল্লেখ করে ১২/৪/২০২০ ইং তারিখে রাত সারে ৮.টার সময় গোয়ালন্দ ঘাট থানায় একটি মারামারি মামলা দায়ের করেছেন। গোয়ালন্দ ঘাট থানায় মামলা নং- ৬।আসামীরা সবাই পলাতক রয়েছে। যেহেতু আইজদ্দিন শেখ আজ মারা গেছে, সেহেতু এ মামলাই এখন হত্যা মামলায় রুপান্তর হবে বলে থানাসূত্রে জানাযায়।

Comments

comments