রাজবাড়ীর জৌকুড়া পদ্মা নদী থেকে এক জেলের মরদেহ উদ্ধার
![প্রতিবেদক](http://www.janatarmail.com/wp-content/uploads/2018/03/icon-1.png)
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ ,১৮ এপ্রিল, ২০২০ | আপডেট: ১০:২০ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০২০
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ ,১৮ এপ্রিল, ২০২০ | আপডেট: ১০:২০ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০২০
![রাজবাড়ীর জৌকুড়া পদ্মা নদী থেকে এক জেলের মরদেহ উদ্ধার রাজবাড়ীর জৌকুড়া পদ্মা নদী থেকে এক জেলের মরদেহ উদ্ধার](https://janotarmail.com/wp-content/uploads/2020/04/m.jpg)
উজ্জ্বল চক্রবর্ত্তী।। পদ্মা নদী থেকে আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী ফায়ার সার্ভিস। আব্দুর রাজ্জাক চন্দনী ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
১৮ এপ্রিল-২০২০ শনিবার সকাল সাড়ে ৯.টার সময় রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাজবাড়ীর স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান- শুক্রবার ভোর রাতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোজ হয় আব্দুর রাজ্জাক। এরপর পরিবার ও স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা শনিবার ভোর থেকে চেষ্টা চালিয়ে আজ সকাল সাড়ে ৯.টার সময় তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।