আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী শহর রক্ষা বাধ সংলগ্ন গর্ত খুঁড়ায় মস্তফা ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ ,১৪ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:৪৪ অপরাহ্ণ ,১৪ এপ্রিল, ২০২০
রাজবাড়ী শহর রক্ষা বাধ সংলগ্ন গর্ত খুঁড়ায় মস্তফা ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা সদরের গোদারবাজার এলাকায় পদ্মা নদীর পাড়ে অবস্থিত “মোস্তফা ইট ভাটা”র ইট তৈরীর মাটি সংগ্রহের জন্য শহর রক্ষা বেড়িবাধ ঘেঁসে ভেকু দিয়ে গভীর গর্ত খুঁড়ে মাটি উত্তোলন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানার পাশাপাশি ওই গর্ত পূনরায় মাটি দিয়ে ভরাট করারও নির্দেশনা দেওয়া হয়।

১৪ এপ্রিল-২০২০ মঙ্গলবার সকালের দিকে রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান- গোদার বাজার সংলগ্ন মোস্তফা ইট ভাটার মালিক গোদার বাজার বেড়িবাঁধ সংলগ্ন জায়গা থেকে ভেকু দিয়ে এমন ভাবে গভীর করে মাটি উত্তোলন করেন যা বাধঁ ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বালুমহাল ও মাটি ব্যবস্তাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মোস্তফা ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা করার পাশাপাশি ইট ভাটার মালিককে গর্তটি পূনরায় মাটি দিয়ে ভরাট করার নির্দেশনা দেয়া হয়।

Comments

comments