আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দৈনিক বাঙালী সময়ের সাংবাদিক আতিয়ারের উপর হামলা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ ,৯ এপ্রিল, ২০২০ | আপডেট: ১:০৭ অপরাহ্ণ ,১০ এপ্রিল, ২০২০
রাজবাড়ীতে দৈনিক বাঙালী সময়ের সাংবাদিক আতিয়ারের উপর হামলা

মোঃ আলমাস আলী॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর গ্রামে চেয়ারম্যন পাড়ার মিরাজ বাহিনীর প্রধান মিরাজসহ ২০/৩০ জনের একটি দল সিদ্দিক ফকিরের ছেলে আমান ফকিরকে মারপিট করতে ঘটনার দিন তার বাড়ীতে চড়াও হয়। এ সময় আমান নিজ ঘরের মধ্যে দরজা বন্ধ অবস্থায় অবস্থান করায় মিরাজ বাহিনীর লোকজন আমানের ঘরের জানালা-দরজা ভাংচুর করে ঘরের ভিতরে প্রবেশ করে এবং আমানের মা ও ছোট ভাই বাদলকে পিটিয়ে আহত করে। ঘটনার সময় আলমারী ভেঙ্গে নগদ ৭ হাজার টাকাও হাতিয়ে নেয়। ঘটনার সময় স্থানীয় সাংবাদিক সন্ত্রাসী কায্যকালাপের ছবি তোলায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আতিয়ার রহমান নামের এক সাংবাদিককেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। আতিয়ার রহমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গত ০৫/০৪/২০ইং তারিখ রোজ বুধবার সকাল সাড়ে ১০.টার সময় চর খানখানাপুর গ্রামে সিদ্দিক ফকিরের বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। সাংবাদিক আতিয়ার রহমান ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙালী সময় পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি। আতিয়ারকে আশংকাজনক অবস্থায় গোয়ালন্দ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে খানখানাপুর পুলিশ ফাড়ীর ইনর্চাজ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়। এ ঘটনায় দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দুষ্টান্তমূলক শাস্তির দাবী জানান রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Comments

comments