আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসমাগম ঠেকাতে রাজবাড়ী জেলায় মোবাইল কোর্ট পরিচালনা, ২৪টি মামলা দায়ের ও ২৪ জনকে জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ ,১ এপ্রিল, ২০২০ | আপডেট: ১:২৯ পূর্বাহ্ণ ,২ এপ্রিল, ২০২০
জনসমাগম ঠেকাতে রাজবাড়ী জেলায় মোবাইল কোর্ট পরিচালনা, ২৪টি মামলা দায়ের ও ২৪ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার।। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, পণ্য পরিবহন ও বাজার পরিস্থিতি মনিটরিং এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ২৪টি মামলা দায়ের ও ২৪ জনকে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ করেছেন জেলা ম্যাজিস্ট্রেসির নিয়ন্ত্রণাধীন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ

১ এপ্রিল-২০২০ রাজবাড়ী জেলা সদরসহ জেলার সকল উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রাজবাড়ী ডিসি অফিসসূত্রে জানাযায়- রাজবাড়ী সদর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টে ৮ টি মামলায় ৮ জনকে দণ্ডবিধির ২৬৯ ধারায় ৮ হাজার ৮শত টাকা, পাংশা উপজেলায় ২ টি মামলায় ২ জনকে ২ হাজার টাকা, কালুখালী উপজেলায় ৪ টি মামলায় ৪ জনকে ১ হাজার ২শত টাকা, গোয়ালন্দ উপজেলায় ৭ টি মামলায় ৭ জনকে ৬ হাজার টাকা এবং বালিয়াকান্দি উপজেলায় ৩ জনকে ৩ টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯,৪১ ও ৫৩ ধারায় ২৭ হাজার টাকা জরিমানা দন্ড আরোপ করা হয়।
মোবাইল কোর্টে পরিচালনা করেনঃ- সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, গোয়ালন্দ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু দারদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ, মোঃ আসাদুজ্জামান, বালিয়াকান্দি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম, কালুখালী উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ও মোঃ সাইফুল হুদা এবং গোয়ালন্দ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

*মোবাইল কোর্ট পরিচালনাকালে একাধিক ব্যক্তিকে সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ প্রদান করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। মোবাইল কোর্ট পরিচালনায় সেনাবাহিনী, জেলা পুলিশ ও আনসার বিভাগের সদস্যগণ সহযোগিতা করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি, বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি মনিটরিংসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেসির আওতাধীন পরিচালিত মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।

Comments

comments