আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে করোনা সংঘর্ষে ১জন নিহতের ঘটনায় ১৯ জনের নামে মামলা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ ,২২ মার্চ, ২০২০ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ণ ,২৫ মার্চ, ২০২০
রাজবাড়ীতে করোনা সংঘর্ষে ১জন নিহতের ঘটনায় ১৯ জনের নামে মামলা

রাজবাড়ী প্রতিনিধি।। করোনা ভাইরাস নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে মারামারিতে লাভলু মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত এবং উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার ঘটনায় ১৯ জনসহ অজ্ঞাত পরিচয়ের আরো ৭/৮ জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে নিহত লাভলু মোল্লার স্ত্রী জাহেদা বেগম।

গ্রেপ্তারকৃতরা হলো- মৃত মুনসের ফকিরের ছেলে খালেক ফকির ওরফে খালেক ডাক্তার, তার স্ত্রী মোছাঃ হাসি বেগম, ভাই সালেক ফকির, আব্দুল গাফ্ফার ফকির, নুরুল ইসলাম, ছাত্তার ফকির, ভাতিজা সুলতান ফকির, সোহান ফকির, আব্দুল গাফ্ফার ফকিরের স্ত্রী রাজিয়া খাতুন ও মালেক ফকির।

এ ব্যাপারে, ২২শে মার্চ-২০২০ রোববার রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার বিশ্বাস বলেন- গ্রেপ্তারকৃত ১০ জনের মধ্যে মালেক ফকির সন্দেহভাজন আসামি। অন্যান্য সকলেই এজাহার ভুক্ত আসামি।

উল্লেখ্য, স্থানীয়সূত্রে জানাযায়, সম্প্রতি গত বুধবার ভবদিয়া এলাকার খলিলুর রহমান নামে এক বৃদ্ধ মারা যাওয়ার পর ঐ দিন নিহতের আত্নীয় খালেকের সাথে নিহত লাভলু মোল্লার কথা কাটাকাটি হয়। এ সময় লাভলু মিয়া দাবী করেন করোনা ভাইরাসের কারনে বৃদ্ধের মৃত্যু হয়েছে। খালেক বলেন অন্য কোন করনে মারা যেতে পারে কিন্তু করোনা নয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতা হাতি ঘটনা ঘটে।

ওই ঘটনার জের ধরে, আজ ২১ মার্চ-২০২০ শনিবার সকালের দিকে লাভলু মিয়া বাজারে আসলে প্রতিপক্ষরা তার প্রতি চড়াও হয় তাকে পিটিয়ে কুপিয়ে জখম করে, জখমকৃতকে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। লাভলু মোল্লার মৃত্যুর খবর এলাকায় ছরিয়ে পরলে এলাকায় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের সৃষ্টি হয়।

নিহত লাবলু মোল্লা- রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামের মৃত অকেল উদ্দিন মোল্লার ছেলে।

Comments

comments