আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে গুড়িয়ি দেয়া হলো ৩ ইটভাটা, সিলগালা ২টি, ৩জনের জেল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ ,১৯ মার্চ, ২০২০ | আপডেট: ১১:৪১ পূর্বাহ্ণ ,২১ মার্চ, ২০২০
র‌্যাবের অভিযানে গুড়িয়ি দেয়া হলো ৩ ইটভাটা, সিলগালা ২টি, ৩জনের জেল

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও বরিশাল পরিবেশ অধিদপ্তরে যৌথ উদ্যোগে ১৯ মার্চ-২০২০ বৃহস্পতিবার সকাল ১১.টা হতে বিকাল ৪.টা পর্যন্ত পটুয়াখালী জেলারর বিভিন্ন এলাকায় ৫ ইট ভাটায় অভিযান চালিয়ে ৩ ইট ভাটা থেকে ৩ জনকে আটক করে প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়, সেইসাথে অবৈধ ইট ভাটাগুলো গুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে ২ ইটভাটার মালিকগণ কৌশলে পালিয়ে গেলে উক্ত ইটভাটা গুলো সীলগালা করা হয়।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জনতার মেইলকে জানান- বাউফল থানাধীন কাছিপারা এলাকায় অবস্থিত “মেসার্স এম কে ব্রিকস” ইটভাটায় অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটার মালিক মোঃ মনিরুজ্জামান খান (৪১) কে, পটুয়াখালী ধানদী এলাকায় “মেসার্স সিয়াম ব্রিকস” এ অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটার ম্যানেজার মোঃ তারেক খান (৩৩) কে, এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন “মেসার্স এ এস টি-২ ব্রিকস” ইট ভাটায় অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটার ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার (৩৫) কে আটক করা হয়।

এসময়, অনুমোদনহীন ভাবে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম- আটককৃত ৩ জনের প্রত্যেককে ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধণী ২০১৯) এর ৪ ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এবং অবৈধ ইট ভাটাগুলো গুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও একইসময়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ফরিদপুর ইউনিয়নের রঘুনাথদ্দি এলাকায় হানিফ হাওলাদারের মালিকানাধীন “মেসার্স হিরা ব্রিকস” এবং মীর মনিরুল ইসলামের মালিকানাধীন “মেসার্স এম এম বি সি ব্রিকস” ইটভাটায় অভিযান পরিচালনা করলে উক্ত ইটভাটার মালিকগণ কৌশলে পালিয়ে গেলে উক্ত ইটভাটা গুলো ভ্রাম্যমান আদালতের নির্দেশে সীলগালা করে দেয়া হয়।

Comments

comments