আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনা হতে ২ জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ ,১৮ মার্চ, ২০২০ | আপডেট: ১১:৩৪ অপরাহ্ণ ,১৮ মার্চ, ২০২০
বরগুনা হতে ২ জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার।। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দাওয়াতি শাখার ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল।

গ্রেফতারকৃত দু’জনের নাম-ঠিকানাঃ- বরগুনা জেলা সদরের গৌরিচন্নার আমতলী গ্রামের মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে মোঃ আবু সালেহ (৪৫) এবং একই জেলা-উপজেলার কদমতলার খাজুরতলা গ্রামের আলী আকাব্বর মৃধার ছেলে মোঃ ইউসুফ মিরাজ (৩২)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ১৮ মার্চ-২০২০ বুধবার দুপুরে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮ এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানায়- গ্রেফতারকৃত মোঃ আবু সালেহ ও মোঃ ইউসুফ মিরাজ’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। উভয়ই শীর্ষ জেএমবি সদস্য মোঃ সুলতান নাসির উদ্দিন @  নাসিরসহ বিভিন্ন শীর্ষ জেএমবি নেতার সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয়ে সংগঠনের সদস্য সংগ্রহ ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় জেএমবির দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়। আসামীদ্বয় জেএমবি’র সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় পলাতক আসামীদের খবর আনা-নেওয়া করে। বর্তমানে তারা ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে।

গ্রেফতারকৃত মোঃ আবু সালেহ ও মোঃ ইউসুফ মিরাজ দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও, তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

Comments

comments