আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে রাজবাড়ীর ১০ শিক্ষককে অব্যহতি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ ,৩ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১০:৩৭ অপরাহ্ণ ,৪ ফেব্রুয়ারি, ২০২০
এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে রাজবাড়ীর ১০ শিক্ষককে অব্যহতি

নিজস্ব প্রতিনিধি।। এসএসসি দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়সারা ভাবে পরীক্ষা গ্রহণ, পরীক্ষার সময় শেষ হবার পরও নৈর্ব্যক্তিক প্রশ্ন দেখাদেখি করে লেখাসহ অন্যান্য অভিযোগে পরীক্ষার প্রথম দিনই রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬ জন ও গোয়ালন্দে ৪ জন মোট ১০ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি-২০২০ সোমবার দাখিল কোরআন মাজিদ পরীক্ষায় রাজবাড়ীর বালিয়াকান্দি কলেজ কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেন রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগ।

দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মোঃ মুরাদুল ইসলাম বলেন, কোরআন মাজিদ পরীক্ষায় কক্ষে এমসিকিউ খাতা দিতে বিলম্ব হওয়ার কারণে বাঁধুলী খালকুলা দাখিল মাদ্রাসার শিক্ষক রুপালী খাতুন, বালিয়াকান্দি মাদ্রাসার শিক্ষক শাহনাজ পারভীন, নটাপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আনিসা খাতুন, বারমল্লিকা মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান, পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম ও বড়হিজলী মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলামকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন।

রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগ জানান, তিনি ওই কেন্দ্রে গিয়ে দেখেন পরীক্ষার্থীদের মধ্যে নেই শৃঙ্খলা। দায়সারা ভাবে গ্রহণ করা হচ্ছে পরীক্ষা, পরীক্ষার সময় শেষ হবার পরও নৈর্ব্যক্তিক প্রশ্ন দেখাদেখি করে লিখছে পরীক্ষার্থীরা। অথচ থেকে অবস্থান করছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। যে কারণে তিনি কর্তব্য অবহেলার কারণে ৬ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন।

এদিকে, একই কারনে গোয়ালন্দের ৪ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যহতি প্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন, দৌলতদিয়া আক্কাচ আলী হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির, পারভীন আক্তার ও চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস চৌধুরী, সাদিয়া নওশীন।

এরআগে, পরিক্ষা নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেছেন- পরিক্ষায় কোন পরিক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে কিংবা পরিক্ষা সংশ্লিষ্ট কেউ অসদুপায়ে সহযোগীতা অবলম্বন করলে কঠোর শ্বাস্তিমূলক ব্যাবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়সূত্রে জানা গেছে, সারাদেশে ৩ ফেব্রুয়ারি-২০২০ সোমবার হতে শুরু হওয়া এসএসসি পরিক্ষায় এ বছরে রাজবাড়ী জেলায় মোট পরিক্ষার্থী ১৫ হাজার ৮শত ১৩ জন। তার মধ্যে ১২,৩৯৪ জন এসএসসি, ১,৩৫৩ জন এসএসসি ভোকেশনাল) এবং ২০৬৬ জন দাখিল পরিক্ষার্থী রয়েছে। মোট ২১ টি কেন্দ্র ও ৯ টি ভেনু কেন্দ্র রয়েছে।

Comments

comments