আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পুলিশ হত্যা মামলায় ৭ জনের যাবৎজ্জীবন জেল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ ,১ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১২:০৩ পূর্বাহ্ণ ,৩ ফেব্রুয়ারি, ২০২০
রাজবাড়ীতে পুলিশ হত্যা মামলায় ৭ জনের যাবৎজ্জীবন জেল

ডিএম ফাহিমুর রহমান।। প্রায় নয় বছর পূর্বের রাজবাড়ীতে আলোচিত সিআইডি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ১৬ জন আসামীর মধ্যে ৭ আসামীর যাবৎজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। অপর ৯ আসামীকে অব্যহতি দেয়া হয়েছে।
কারাদন্ড পাওয়া আসামীরা হলো, পাংশা উপজেলার রবিউল ইসলাম, আকমল, কুদ্দস, বুলু, জালাল উদ্দিন, ডালিম ও তপন।

বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় প্রদান করেন।

আদালত সুত্রে জানাযায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২০১১ সালের ১০ নভেম্বর রাজবাড়ীর পাংশা উপজেলার পাতুরিয়া গ্রামে সিআইডি পুলিশের এসআই আব্দুর রাজ্জাকে পিটিয়ে গুরুত্বর আহত করে প্রতিপক্ষ। ওই সময় নিহতের স্বজন ও স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পর দিন ২০১১ সালের ১১ নভেম্বর পাংশা থানায় ১৬ জনকে আসামী করে মামলা করেন নিহতের স্ত্রী মোছাঃ রোকেয়া রাজ্জাক।
পুলিশ হত্যা মামলার এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. উজির আলী শেখ।

Comments

comments