আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপা বাজারে জাটকা ইলিশ জব্দসহ ৮ জনের জেল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ ,২৬ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১:৩৪ অপরাহ্ণ ,২৭ জানুয়ারি, ২০২০
পটুয়াখালীর গলাচিপা বাজারে জাটকা ইলিশ জব্দসহ ৮ জনের জেল

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২৬ জানুয়ারি-২০২০ রোববার সকাল ৮.টার দিকে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন পানপট্টি বাজারে অভিযান পরিচালনা করে ১০০ মণ জাটকা ইলিশ ও ১০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দসহ এসময় জাটকা ব্যবসায়ের সাথে জড়িত ৮ জন কে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

আটককৃতরা হলো- মেজবাউল (৩০), পিতাঃ আজিজ হাওলাদার, সাং-খরিদা। মাহাবুব ঘরামি (৩০), পিতাঃ মোঃ আঃ খালেক ঘরামি, সাং- গুপ্তের হাওলা। মনির গাজি (৪০), পিতাঃ মৃত- নুরু গাজি, সাং-তুলারাম। রিপন সিকদার (৪৮), পিতাঃ মৃত- বারেক সিকদার , সাং-গুপ্তের হাওলা। নিজাম হাওলাদার (৪১) পিতা- মতলেব হাওলাদার, সাং- খরিদা। খলিল হাওলাদার (৫১), পিতা- সালাম হাওলাদার, সাং- খরিদা। মামুন হোসেন লিটন (৪০), পিতা- আবুল কালাম, সাং- তুলারাম। সাইমুন (১৯), পিতা- খলিল হাওলাদার, সাং- খরিদা, সর্ব থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী।

পরে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দীন আটককৃতদের প্রত্যেককে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। জব্দকৃত জাটকা সমূহ স্থানীয় ৩০টি এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Comments

comments