আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে “মেহেদী ড্রাগ হাউজ” হতে ভূয়া ডাক্তার আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ ,২১ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১২:৪৩ পূর্বাহ্ণ ,২৩ জানুয়ারি, ২০২০
মাদারীপুরে “মেহেদী ড্রাগ হাউজ” হতে ভূয়া ডাক্তার আটক

স্টাফ রিপোর্টার।। ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ভ্রামম্যমান আদালতের উপস্থিতিতে ২২ জানুয়ারি-২০২০ সোমবার বিকেল সারে ৫.টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ভূরঘাটা বাজারস্থ হামীম প্লাজা সোহেল মার্কেটের “মেহেদী ড্রাগ হাউজ” নামক চেম্বারে অভিযান পরিচালনা করে মোঃ ইউসুফ আলী হাওলাদার (৬০) নামের ১ জন ভূয়া ডাক্তারকে আটক করেছে উক্ত র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

আটক ব্যাক্তি- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রাজদী গ্রামের মেীলভী এনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

ঘটনার বিবরণে জানাযায়, উক্ত ডাক্তার কোন ডিগ্রীধারী না হওয়া সত্ত্বেও তার চেম্বারে এ্যালোপ্যাথিক ও আয়ুর্বেদী সহ বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদানসহ মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি যে কোন সাধারণ রোগেও স্টেরয়েড ইনজেকশন ও ট্যাবলেট দ্বারা রোগীদের চিকিৎসা করতেন যা মানব দেহের জন্য খুবই বিপজ্জনক। সেপ্রেক্ষিতে উক্ত ডাক্তারকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ভূরঘাটা বাজারস্থ হামীম প্লাজা সোহেল মার্কেটের “মেহেদী ড্রাগ হাউজ” নামক চেম্বার হতে চিকিৎসা প্রদানরত অবস্থায় হাতে নাতে আটক করা হয়। এ সময়- আটককৃত ভূয়া ডাক্তারের চেম্বার হতে বিভিন্ন প্রকারের ১০,০০০পিস মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট, ১টি প্রেসার মাপা যন্ত্র, ১০০টি ভিজিটিং কার্ড, লেখাবিহীন প্রেস্ক্রিপশন ১২০ কপি, লিখিত প্রেস্ক্রিপশন ২ কপি ও বিভিন্ন প্রকারের সিজারিয়ান সরঞ্জামাদী উদ্ধার করেন।

আটককৃত ভূয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়েরসহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেকসোনা খাতুন মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮(১) ধারা মোতাবেক উক্ত ভূয়া ডাক্তার মোঃ ইউসুফ আলী হাওলাদার (৬০) কে ৩০,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন।

এ সময়, মাদারীপুর কালকিনি এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ অভিজিৎ কুমার গোসামী উপস্থিত ছিলেন।

Comments

comments