আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিকআপ ভর্তি ফেন্সিডিলসহ আটক রাজবাড়ী উড়াকান্দার মানিক ও আলামিন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ ,১৪ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১২:১১ পূর্বাহ্ণ ,১৬ জানুয়ারি, ২০২০
পিকআপ ভর্তি ফেন্সিডিলসহ আটক রাজবাড়ী উড়াকান্দার মানিক ও আলামিন

স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে একটি পিকআপ তল্লাশী করে ৫৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। এ সময় তাদের নিকট থেকে ৪ টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৮,সিপিসি-২,ফরিদপুর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে ১৪ জানুয়ারি-২০২০ মঙ্গলবার ভোর ৫.টা ৪৫ মিনিটের সময় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চাঁদপুর গ্রাম এলালাকার রেল গেইট সংলগ্ন রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপর থেকে একটি পিকআপ তল্লাশী করে ৫৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়।

আটককৃতরা হলো- রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মোঃ আলাউদ্দিন সরদারের ছেলে মোঃ মানিক সরদার (৩৫) ও ঢাকা আশুলিয়া উপজেলার গাজীরচট গ্রামের মোঃ মহাসিন সরকারের ছেলে মোঃ আলামিন সরকার (৩৮)।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Comments

comments