আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠির হতে ১ ভূয়া ডাক্তার আটক, ৫০ হাজার টাকা অর্থদন্ড


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ ,১২ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১০:৩৭ অপরাহ্ণ ,১২ জানুয়ারি, ২০২০
ঝালকাঠির হতে ১ ভূয়া ডাক্তার আটক, ৫০ হাজার টাকা অর্থদন্ড

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিঃ সহকারী  পুলিশ সুপার সোয়েব আহমেদ খানের নেতৃত্বে ১২ জানুয়ারি-২০২০ রোববার বিকেল সারে ৪.টার দিকে ঝালকাঠি জেলার পাথরঘাটা থানাধীন কাকচিড়া বাজার রায়হানপুর মেডিকেল সার্ভিসেস এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করে মোঃ শওকত হোসেন (৩৮) নামের একজন ভূয়া ডাক্তারকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

আটককৃত- ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়াইয়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

সিনিঃ সহকারী  পুলিশ সুপার সোয়েব আহমেদ খান জনতার মেইলকে জানান- আটককৃত ভূয়া ডাক্তার মোঃ শওকত হোসেন (৩৮), চিকিৎসা শাস্ত্রে পেশাধারী ডিগ্রী অর্জন না করেও প্রতারনামূলক ভাবে বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ রায়হানপুর মেডিকেল সার্ভিসেস এন্ড কনসালটেশন সেন্টার হতে তাকে হাতেনাতে আটক করা হয়।

ভূয়া ডাক্তার মোঃ শওকত হোসেন (৩৮), এর চেম্বার হতে (১) চিকিৎসার ব্যবস্থাপত্র ০৬ পাতা, (২) প্রেসার মাপার যন্ত্র ১ টি, (৩) ভিজিটিং কার্ড ৫০০ টি, (৪) চিকিৎসার ব্যবস্থাপত্র বই ২ টি, (৫) লেজার লাইট ১টি, (৬) চিকিৎসার নির্দেশনা পত্র সিল ৬ টি, (৭) স্টাতোসস্কোপ মেশিন ০১ টি সহ জব্দ করা হয়। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল  আইন ২০১০ এর ২৯ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড সহ মোবাইল কোট মামলা নং- ৩/২০ তারিখঃ ১১ জানুয়ারি ২০২০ প্রদান করেন।

অভিযান পরিচালনার সময় পাথরঘাটা থানার উপজেলা নির্বাহি অফিসার মোঃ হুমায়ুন কবির এবং  বরগুনা জেলা পাথরঘাটা মেডিক্যেল অফিসার ডাঃ খালিদ মাহমুদ আরিফ উপস্থিত ছিলেন।

Comments

comments