আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিযান চালিয়ে ৩ ইট ভাটায় ৩ লক্ষ টাকা অর্থদন্ড


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ ,২৮ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৮:২৬ অপরাহ্ণ ,২৮ ডিসেম্বর, ২০১৯
অভিযান চালিয়ে ৩ ইট ভাটায় ৩ লক্ষ টাকা অর্থদন্ড

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালীতে ইট ভাটায় অভিযান চালিয়ে ৩ ইটভাটার মালিককে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮। আটকের পর ভ্রম্যমান আদালতে আটকদের থেকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড আদায় হয়।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২৮ ডিসেম্বর-১৯ শনিবার সকাল ১০.টা হতে দুপুর ২.টা পর্যন্ত পটুয়াখালী জেলার সদরের “শারিকখালী মেসার্স সুপার ব্রিকস ইটভাটা”, দূর্গাপুর এলাকায় “মেসার্স এসএসই ব্রিকস্ ইট ভাটা” ও পূর্ব শারিকখালী এলাকার “মেসার্স মোল্লা ব্রিকস ইটভাটায়”  উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলো- পটুয়াখালী জেলার সদরের শারিকখালী গ্রামের মৃত আঃ রহিম মিয়ার ছেলে মোঃ তোফাজ্জল মিয়া (৩৯),দূর্গাপুর গ্রামের মৃত সামছুদ্দিন আহমেদের ছেলে গাজী গোলাম সারোয়ার (৬৭)ও শীষমহল গ্রামের মৃত করিম মৃধার ছেলে মোঃ বাচ্চু মৃধা(৫৪)।

এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ ইবনে আল জায়েদ হোসেন- এ সময় লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুত, পরিবেশগত ছাড়পত্র না থাকা, অননুমোদিত ভাবে ইট প্রস্তুত করনসহ বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে আটককৃত ইটভাটা মালিকদের “ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) ৫(৩) উপধারা ১৫(খ) ধারা” মোতাবেক প্রত্যেককে ১ লক্ষ টাকা করে সর্বমোট ৩ লক্ষ টাকা অর্থদন্ড ধার্য করেন।

অভিযান চলাকালে,পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

comments