আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

টাকা ও ২ ট্রাক ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করলো ফরিদপুর র‌্যাব


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ ,১৬ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ১১:২৫ অপরাহ্ণ ,১৬ ডিসেম্বর, ২০১৯
টাকা ও ২ ট্রাক ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করলো ফরিদপুর র‌্যাব

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে পৃথক দু’টি অভিযান চালিয়ে ১,৩২০ বোতল ফেনসিডিল, ২টি ট্রাক ও বিক্রিত নগদ ২০,০০০/- টাকা জব্দসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে উক্ত ক্যাম্পর একটি অভিযানিক দল।

১৬ ডিসেম্বর-১৯ সোমবার রাত ১২.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গদাধরডাঙ্গী গ্রাম এলাকা থেকে একটি ট্রাক তল্লাশী করে ৮২৫ (আটশত পঁচিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করা হয় এবং মোঃ হাসিবুল হাসান আসিফ (৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তি, ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার সাধীপুর গ্রামের মোঃ শফিকুর রহমান ভূঁইয়ার ছেলে।

পরবর্তীতে দ্বিতীয় অভিযানে- দুপুরের দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী ব্রীজের টোল হতে একটি ট্রাক তল্লাশী করে ৪৯৫ (চারশত পঁচানব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক বিক্রিত ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয় এবং মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা বেপারী (৩২)ও কাজী হিরু মিয়া (৩৪) কে আটক করা হয়।

আটককৃত, মোঃ মোস্তফা বেপারী- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার সাং-পশ্চিম আলীপুর গ্রামের মোঃ রহমান বেপারীর ছেলে এবং কাজী হিরু মিয়া মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মান্দ্রা গ্রামের মৃত আদিল কাজীর ছেলে।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর  কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান- আসামীদের নিকট থেকে সর্বমোট ১,৩২০ (এক হাজার তিনশত বিশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল,মাদক বিক্রিত নগদ ২০,০০০/- টাকা এবং মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও ৩টি সিমকার্ড সহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে,তার দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে।  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী ও মধুখালী থানায় পৃথক দুইট মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Comments

comments