আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর র‌্যাব কতৃক ইয়াবা, ফেন্সিডিল ও নগদ টাকা সহ আটক-৩


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ ,৩ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৫:১৭ অপরাহ্ণ ,৪ ডিসেম্বর, ২০১৯
ফরিদপুর র‌্যাব কতৃক ইয়াবা, ফেন্সিডিল ও নগদ টাকা সহ আটক-৩

স্টাফ রিপোর্টার।। ইয়াবা, ফেনসিডিল, বিয়ারের ক্যান ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ ধূর্ত ৩ জন মাদক ব্যবসায়ীকে পাকড়াও করেছে ফরিদপুর র‌্যাব-৮। এ সময় আটককৃত আসামীদের হেফাজত থেকে সর্বমোট ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ভাঙ্গা ইয়াবা ট্যাবলেটের গুড়া ২৫ গ্রাম, ৯ বোতল ফেন্সিডিল, ৩ টি বিয়ারের ক্যান ও মাদক বিক্রয়ের নগদ ১,৪৪,৪০০/- (এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত) টাকা এবং ৫ টি সিমকার্ড সহ ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে, ২ ডিসেম্বর-১৯ সোমবার রাত সারে ৮.টার দিকে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মেডিকেল কলেজ গেইটের সামেন পাকা রাস্তার উপর হতে নীলচাঁদ মোল্লা (২৫) ও নিতীশ রঞ্জন ঘোষ @  রানা (৩৭) কে এবং রাত সারে ১১.টার দিকে উত্তর কমলাপুর গ্রামস্থ জনৈক গিয়াস উদ্দিন আহাম্মেদ রুবেলের বাড়ি থেকে গিয়াস উদ্দিন আহাম্মেদ রুবেল (৩৮) কে আটক করা হয়।

আটকদের পরিচয়ঃ- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সদরবেড়া গ্রামের মোঃ হালিম মোল্লার ছেলে নীলচাঁদ মোল্লা (২৫) ও কোতয়ালী উপজেলার কুঠিবাড়ি কমলাপুর গ্রামের মৃত নির্মলেন্দু ঘোষের ছেলে নিতীশ রঞ্জন ঘোষ @  রানা (৩৭) এবং কোতয়ালী উপজেলার উত্তর কমলাপুর গ্রামের মৃত মহিউদ্দিন আহাম্মেদের ছেলে গিয়াস উদ্দিন আহাম্মেদ রুবেল (৩৮)।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জনতার মেইলকে জানান- ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে ফরিদপুর জেলার কোতয়ালী থানা সহ ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্ত করে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি পৃথক মামলা প্রক্রিয়াধীন আছে।

Comments

comments