আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্নার ফাঁদে একাধীক যুবক! র‌্যাবের ফাঁদে স্বপ্না


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ ,১ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৮:৫৩ অপরাহ্ণ ,২ ডিসেম্বর, ২০১৯
স্বপ্নার ফাঁদে একাধীক যুবক! র‌্যাবের ফাঁদে স্বপ্না

স্টাফ রিপোর্টার।। প্রতারণা করে একাধিক পুরুষের ফাঁদে ফেলা প্রতারক স্বপ্না শরিফ (৩০) এবার র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের ফাঁদে আটক।

১লা ডিসেম্বর-১৯ রোববার বিকাল আনুমানিক ৩.টার দিকে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন কামার হাওলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে পটুয়াখালী ক্যাম্পের  একটি অভিযানিক দল।

আটক স্বপ্না শরিফ- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কামার হাওলা গ্রামের চানমিয়া শরিফের মেয়ে, এবং অর্ধ ডজন পুরুষ মানুষের স্ত্রী।

আটককৃত আসামী স্বপ্না শরিফ প্রতারনার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাক্তির সাথে প্রায় অর্ধ ডজন বিবাহ করে এবং প্রত্যেকের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এরই ধারাবাহীকতায় গত ১৮-১১-২০১২ ইং তারিখ টাংগাইলের বোয়ালি মাদ্রাসার জনৈক ছাত্র নাজমুল (২৪), পিতা- মোঃ দলিল উদ্দীন কে আসামী স্বপ্না শরিফ ও তার সহযোগিরা ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে নাজমুলের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে বলে গ্রেফতার নাটক সাজায়। এ সংক্রান্তে ভিকটিম নাজমুলের পিতা মোঃ-দলিল উদ্দীন বাদি হয়ে টাংগাইল মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। টাংগাইল মডেল থানার মামলা নং-৩২, তারিখ-২৩-১১-২০১২/ ধারা-৩৬৫/৩৪ দন্ড বিধি। উক্ত মামলায় গ্রেফতার এড়াতে অভিযুক্ত স্বপ্না শরিফ গা ঢাকা দিলে আদালত কর্তৃক গ্রেফতারি পরওয়ানা জারি হয়।

তদ প্রেক্ষিতে পটুয়াখালী র‌্যাব উক্ত গ্রেফতারি পরওয়ানা মূলে আসামী স্বপ্না শরিফকে তার নিজ বাড়ি হতে আটক করে। আটককৃত আসামীকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।

Comments

comments