আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ ,১ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৭:২৪ অপরাহ্ণ ,২ ডিসেম্বর, ২০১৯
চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানো চাঁদাবাজী মামলার আসামী মোঃ পলাশ বিশ্বাস (২৭)কে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব-৮।

১ ডিসেম্বর-১৯ রোববার দুপুর ১.টার দিকে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন হাজীগঞ্জ বাজার হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার গোয়ালচামট গ্রামের মোঃ আলমগীর বিশ্বাসের ছেলে।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর সহকারি পরিচালক স্কোয়াড অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান- গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ পলাশ বিশ্বাস (২৭),ফরিদপুর কোতয়ালী থানার জিআর নং ৪৬/১৬ তারিখ ০৭ ফেব্রুয়ারি ২০১৬ এর চাঁদাবাজি মামলার আসামী। যার ধারা ৩২৩/৩৪২/৩৮৫/৩৮০/৫০৬ পেনাল কোড -১৮৬০ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী, এবং তার নামে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একাধিক মাদক ও চুরি মামলা আছে। উক্ত আসামীকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

Comments

comments