স্টাফ রিপোর্টার।। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানো চাঁদাবাজী মামলার আসামী মোঃ পলাশ বিশ্বাস (২৭)কে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-৮।
১ ডিসেম্বর-১৯ রোববার দুপুর ১.টার দিকে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন হাজীগঞ্জ বাজার হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার গোয়ালচামট গ্রামের মোঃ আলমগীর বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর সহকারি পরিচালক স্কোয়াড অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান- গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ পলাশ বিশ্বাস (২৭),ফরিদপুর কোতয়ালী থানার জিআর নং ৪৬/১৬ তারিখ ০৭ ফেব্রুয়ারি ২০১৬ এর চাঁদাবাজি মামলার আসামী। যার ধারা ৩২৩/৩৪২/৩৮৫/৩৮০/৫০৬ পেনাল কোড -১৮৬০ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী, এবং তার নামে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একাধিক মাদক ও চুরি মামলা আছে। উক্ত আসামীকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।