আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিযোগ প্রপ্তির ২৪ ঘন্টার মধ্যে অপহৃত উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৫:৫৭ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৯
অভিযোগ প্রপ্তির ২৪ ঘন্টার মধ্যে অপহৃত উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।। অপহরণের ৬ দিন পর ও অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ধর্ষিত শিশু (১১) উদ্ধারসহ অপহরণকারী মোঃ ইউসুফ আলী ভুইয়া (৩০) কে গ্রেফতার করছে  ফরিদপুর র‌্যাব-৮।

২৮ নভেম্বর-১৯ বৃহস্পতিবার সকাল সারে ৮.টার সময় ফরিদপুর কোতয়ালী থানাধীন মৃগী (কানাইপুর) কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়, সেই সাথে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় আসামী মোঃ ইউসুফ আলী ভুইয়ার নিকট থেকে ২ টি সিম কার্ডসহ ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি-  নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার দিঘলদি গ্রামের মৃত হোসেন আলী ভুইয়ার ছেলে। বর্তমান ঠিকানা- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার মৃগী কলেজপাড়া (কানাইপুর) গ্রামের জনৈক কাদের ব্যপারীর বাড়ির ভাড়াটিয়া।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর  কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান- গত ২৭/১১/২০১৯ ইং তারিখ এক ব্যক্তি ফরিদপুর র‌্যাব ক্যাম্পে উপস্থিত হয়ে অভিযোগ করে যে, মাদ্রাসায় অধ্যয়নরত তার ১১ (এগার) বছর বয়সি কন্যা সন্তানকে গত ২২/১১/২০১৯ খ্র্রিঃ মোঃ ইউসুফ আলী ভুইয়া নামে এক ব্যক্তি তার ভ্যানগাড়িতে করে মাদ্রাসায় পৌছে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে গেছে ও তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করছে এবং টাকা না দিলে মেয়েকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। উক্ত অভিযোগ প্রাপ্তির পর ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষনের মাধ্যমে ঘটনার সত্যতা পায় এবং যোগাযোগ প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্ত করে। এরপর অভিযুক্ত মোঃ ইউসুফ আলী ভুইয়া (৩০)কে গ্রেফতার করা হয় ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান- আসামী মোঃ ইউসুফ আলী ভুইয়াকে জিজ্ঞাসাবাদে সে ভিকটিমকে ঢাকায় চিরিয়াখানা দেখানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে ভিকটিমের পিতার নিকট মুক্তিপন দাবি ও ধর্ষনের কথা স্বীকার করে।

এ ঘটনায়, ভিকটিমের পিতা বাদী হয়ে আসামী মোঃ ইউসুফ আলী ভুইয়ার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান আছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান আছে।

Comments

comments