আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মধুখালীতে পরকিয়া প্রেমে ব্যর্থ হয়ে গৃহবধুকে এসিড নিক্ষেপ! আসামী গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ ,১৯ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৩১ অপরাহ্ণ ,১৯ নভেম্বর, ২০১৯
মধুখালীতে পরকিয়া প্রেমে ব্যর্থ হয়ে গৃহবধুকে এসিড নিক্ষেপ! আসামী গ্রেফতার

মোঃ আলমাস আলী॥ স্বামীর বন্ধু কতৃক পরকিয়া প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় সরস্বতী (২৩) নামের এক গৃহবধুকে এসিড নিক্ষেপ করে হত্যা চেষ্টা। এ ঘটনায় থানায় মামলা হওয়ায় আসামী সুজন কুমার হাওলাদার (২৮)আটক।

গত ১৬ই নভেম্বর-১৯ শনিবার সন্ধ্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের রায়পুর বাজার এলাকার যগন্নাথদি গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ঐ  গৃহবধু সরস্বতী রায়পুর ইউনিয়নের যগন্নাথদি গ্রামের চৈতন্য মালোর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধার সময় গৃহবধু বাড়ীর উঠানে রান্না করছিল। এ সুযোগে  স্বামীর বন্ধু সুজন হাওলাদার (২৮) গৃহবধুর মূখ চেপে ধরে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে সুজন হাওলাদারের হাতে থাকা এসিড ভরা বতল গৃহবধুর মূখসহ গোটা শরীলে নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় গৃহবধুর আত্নচিৎকারে বাড়ীর লোকজন ছুটে এসে গৃহবধু সরস্বতীকে উদ্ধার করে প্রথমে মধুখালী থানা হাসপাতাল পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সরস্বতীর অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকায় নেওয়া হয়। এসিডে ক্ষতিগ্রস্থ গৃহবধু বর্তমান ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায়, গত ১৭ নভেম্বর-১৯ রবিবার ঐ গৃহবধুর স্বামীর বড় ভাই কৃষ্ণ মালো বাদী হয়ে মধুখালী থানায় এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা নম্বার-১৫/১৯,তারিখ ১৭/১১/১৯ ইং। মামলার একমাত্র আসামী সুজন কুমার হাওলাদার পলাতক অবস্থায় ফরিদপুর থেকে পুলিশ  গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে- থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে। পুলিশ ওই বাড়ীর পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়ীত্ব পালন করছেন।

Comments

comments