আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৯৪১বোতল ফেন্সিডিলসহ ফরিদপুর র‌্যাবের হাতে আটক-৩


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ ,১৫ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৬:১৯ অপরাহ্ণ ,১৬ নভেম্বর, ২০১৯
রাজবাড়ীতে ৯৪১বোতল ফেন্সিডিলসহ ফরিদপুর র‌্যাবের হাতে আটক-৩

উজ্জ্বল চক্রবর্ত্তী।। চরলক্ষীপুর হতে ৯৪১ বোতল ফেন্সিডিল, ১টি মাইক্রোবাস ও নগদ ১৫,৫০০/- টাকা সহ মাদক ব্যবসায়ী চক্রের ৩ সদস্যকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ১৫ নভেম্বর-১৯ দুপুর ১.টার দিকে রাজবাড়ী জেলার সদর উপজেলার চরলক্ষীপুর গ্রাম এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপর থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলো- মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মোঃ নাসির উদ্দিন, (৩০)বিটিশীল মন্দির গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ রুবেল (৩২)ও চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মর্তুজা আলম (৩৬)।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর  কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান- আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, ধৃত আসামীগণ উক্ত বিপুল পরিমান ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে থাকা  মাইক্রোবাসে করে পরিবহন করেছিলো এবং তার দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে  দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Comments

comments