আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৯৫৩বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ ,১১ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৬:২১ অপরাহ্ণ ,১২ নভেম্বর, ২০১৯
রাজবাড়ীতে ৯৫৩বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার।। প্রাইভেটকারে পরিবহনের সময় ৯৫৩ বোতল ফেন্সিডিল এবং ৬ কেজি গাঁজা ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব-৮। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।

১১ নভেম্বর-১৯ সোমবর সকাল সারে ৭.টার সময় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় সংলগ্ন শিয়ালমারী গ্রামস্থ জনৈক মোঃ সয়া আহম্মেদ এর বাড়ির সামনে পাংশা-বালিয়াকান্দি সড়কের উপর থেকে প্রাইভেটকারসহ  ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করা হয়।

আটককৃতরা হলো- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার হাড়োকান্দি গ্রামের মোঃ তাছের মৃধার ছেলে মোঃ সুমন মৃধা @  ইয়াকুব (২৬) ও মৃতঃ ফারুক শেখের ছেলে মোঃ আশিকুর রহমান রাহাত (২২)।

‌এ বিষয়ে, -৮,সিপিসি-২,ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান যে- ১১ নভেম্বর সোমবার সকাল ৬.টার সময় রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন সোনাপুর মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহ জনক গাড়ি তল্লাশী করতে থাকে। তল্লাশী চলাকালে সকাল সারে ৭. টার সময় সিলভার রংয়ের একটা প্রাইভেট কার র‌্যাবের চেকপোস্টের নিকটে আসলে, র‌্যাব সদস্যগণ উক্ত প্রাইভেটকারের চালককে গাড়ি থামানোর সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে র‌্যাবের ব্যরিকেড ভেঙ্গে পালানোর চেষ্টা করে। তখন র‌্যাবের আভিযানিক দল প্রাইভেট কারটিকে ধাওয়া করে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন সোনাপুর মোড় সংলগ্ন শিয়ালমারী গ্রামস্থ জনৈক মোঃ সয়া আহম্মেদ এর বাড়ির সামনে পাংশা-বালিয়াকান্দি সড়কের উপর থেকে প্রাইভেটকারটিকে আটক করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশী করে ৯৫৩ (নয়শত তিপান্ন) বোতল ফেন্সিডিল ও ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময়, মাদক বহনকৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Comments

comments