আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইভেটকারে পরিবহনকালে পাংশায় ২৯২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ ,৬ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৬:০৯ অপরাহ্ণ ,৮ নভেম্বর, ২০১৯
প্রাইভেটকারে পরিবহনকালে পাংশায় ২৯২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার।। একটি প্রাইভেটকারে পরিবহনকালে ২৯২ বোতল ফেন্সিডিল ও ১ বোতল বিদেশী মদ উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়কে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব।

৬ নভেম্বর-১৯ বুধবার সকালে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন নাচনা মুরাদপুর গ্রামস্থ কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোপিনাথখিলা গ্রামের আব্দুল গনি শেখের ছেলে আমজাদ হোসেন ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ব্রাহ্মণগঞ্জ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে সুমন খান।
র‌্যাব সূত্র জানায়, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর-বেনাপোল, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পাংশা রাজবাড়ী রুট ব্যবহার করে ঢাকা ও নারায়নগঞ্জ নিয়ে বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী চক্র কুষ্টিয়া থেকে পাংশা হয়ে একটি ফেন্সিডিলের চালান বিক্রয়ের জন্য ঢাকা নিয়ে যাবে। এ প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ওত পেতে থেকে প্রাইভেটকারে পরিবহনকালে তাদেরকে ১৯২ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Comments

comments