আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জেএসসি ইংরেজী পরীক্ষায় রাজবাড়ীতে ৫ শিক্ষার্থী বহিস্কার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ ,৪ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৩৩ অপরাহ্ণ ,৬ নভেম্বর, ২০১৯
জেএসসি ইংরেজী পরীক্ষায় রাজবাড়ীতে ৫ শিক্ষার্থী বহিস্কার

স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীতে জেএসসি ইংরেজী পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিস্কার ও ৪ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বালিয়াকান্দি জেএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ আব্দুস সালাম জানান, ৪/১১/১৯ ইং তাং সোমবার বালিয়াকান্দি সরকারী কলেজ কেন্দ্রে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র আঃ রহমান শেখ, মিরাজ প্রধান, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইমন খানকে অসাধুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। বালিয়াকান্দি সরকারী কলেজ কেন্দ্রে দায়িত্বরত ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মকবুল হোসেন ও নারুয়া মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিজন বালাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, ইংরেজী পরীক্ষায় ৩ শিক্ষার্থীকে অসাধুপায় অবলম্বনের দায়ে বহিস্কার ও দায়িত্ব অবহেলার কারণে ৩ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অপরদিকে, অসাধুপায় অবলম্বনের দায়ে জেলার কালুখালী উপজেলার মৃগী কেন্দ্রে ১জন এবং সদর উপজেলার খানখানাপুর কেন্দ্রে আরো ১জন ছাত্র ও ১ জন শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

Comments

comments