আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় সাংবাদিকদের উপর হামলা! থানায় মামলা, আটক-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ ,২০ অক্টোবর, ২০১৯ | আপডেট: ১০:০৬ অপরাহ্ণ ,২০ অক্টোবর, ২০১৯
দৌলতদিয়ায় সাংবাদিকদের উপর হামলা! থানায় মামলা, আটক-২

গোয়ালন্দ থেকে সোহাগ মিয়া।। গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের বাসস্ট্যান্ডে সাংবাদিকদের উপর বাস চালক, সুপারভাইজার ও হেলপারদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং দ্রুত বিচার আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা সূত্রে জানা যায়,১৯ অক্টোবর-১৯ শুক্রবার বিকেলে বেসরকারী টেলিভিশন চ্যানেলের একটি দল কুষ্টিয়ায় অনুষ্ঠিত লালন উৎসব অনুষ্ঠান কাভারেজ করে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী চৌধুরী ডিলাক্স পরিবহন (নং রাজবাড়ী-জ-১১-০০৬০)বাসে ঢাকায় ফিরছিলেন।

বাসটিতে অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে বাসের চালক ও সুপারভাইজারের সাথে তাদের মৃদু বাগবিতান্ডা হয়। বাসটি দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর পূর্বের বাগবিতান্ডার জের ধরে ওই ৭ যাত্রী (সাংবাদিক)কে আটকে রেখে এলোপাথারী মারপিট করতে শুরু করে। এসময় তাদের সাথে অন্যান্য বাসের শ্রমিকরা যোগ দেয়। উশৃঙ্খল শ্রমিকরা তাদের কাছ থেকে মানিব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়ার পাশাপাশি নারীদের শ্লীলতাহানীর চেষ্টা করে। তারা প্রাণ ভয়ে দৌড় দিলে বাস শ্রমিকরা ছিনতাইকারী বলে তাদেরকে ধাওয়া করে। এসময় তারা দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুজাত ও রাজু নামের দুই শ্রমিককে গ্রেফতার করে।

এ ঘটনায়, ক্ষতিগ্রস্থ এক নারী সাংবাদিক ৭ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রবিউল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

এ প্রসঙ্গে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেন যে, এ ঘটনা কি বাসের মধ্যে বাকবিতন্ডার কারনেই হয়েছে, না-কি বিভিন্ন সময় দৌলতদিয়া ঘাট কেন্দ্রিক নিউজের কারনে হয়েছে,বিষয়টি বুঝা মুশকিল।

Comments

comments