আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ! একদিন পর লাশ উদ্ধার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ ,১৯ আগস্ট, ২০১৯ | আপডেট: ৩:২৭ অপরাহ্ণ ,২০ আগস্ট, ২০১৯
গোয়ালন্দের পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ! একদিন পর লাশ উদ্ধার

উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। গোয়ালন্দের পদ্মা নদী থেকে ইমদাদুল সরদার (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার বিকেলে পদ্মা নদীতে দোয়ারী দিয়ে মাছ শিকারে গেলে রাত পার হয়ে পরেরদিন রোববার বিকেলে তার লাশ ভাসতে থাকে পদ্মানদীতে।

সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।

         

এ ঘটনায়,১৯শে আগষ্ট-১৯ সোমবার নিহতের স্ত্রী শিল্পী আক্তার বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত ইমদাদুলের শ্বশুর আঃ খালেক ফকীর ও শ্বাশুরী আছিয়া বেগম জানান, এক কন্যা সন্তানের জনক ইমদাদুল কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত। তার ভগ্নিপতি ছব্দুল সরদার পদ্মা নদীতে নিয়মিত মাছ শিকার করত। গত ১৭ই আগষ্ট শনিবার ছব্দুল তার পিতার অসুস্থতার খবর পেয়ে ইমদাদুলকে মাছ শিকারের চায়না দোয়ারী দেখতে বলে বাড়িতে চলে যায়। এরপর, ইমদাদুল শনিবার বিকেলে তার দুলাভাইয়ের চায়না দোয়ারী দিয়ে মাছ শিকারে যায়, কিন্তু রাত পার হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তিতে, ইমদাদুলের পরিবারের সদস্যরা তাকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।

পরেরদিন রোববার বিকেলে রফিক মাঝি নামের এক ব্যাক্তি চর মহিদাপুর আইয়ুব খার জমির পাশে পদ্মা নদীর তীরে একটি লাশ ভাসতে দেখে তাদের খবর দেয়। পরে,পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ইমদাদুলের লাশ শনাক্ত করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার এসআই শহর আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা ইমদাদুলের লাশ পদ্মার সংযোগ খাল থেকে উদ্ধার করি। প্রাথমিক ভাবে লাশের চোখ-মুখ ফোলা ও নাক দিয়ে রক্ত ঝড়ছিল। লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ইমদাদুলকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে নিহত ইমদাদুলের স্ত্রী শিল্পী আক্তার বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Comments

comments