আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

১১২৪বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ ,১ আগস্ট, ২০১৯ | আপডেট: ৪:৫৩ অপরাহ্ণ ,২ আগস্ট, ২০১৯
১১২৪বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে-১হাজার ১শত ২৪ বোতল ফেন্সিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি অভিযানিক দল।

আটক ব্যাক্তিরা হলো- সাতক্ষীরা জেলা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত ওছিদুর রহমানের ছেলে মোঃ মোশারফ হোসেন (৫২),  ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার ঝুমঝুমপুর গ্রামের মোঃ সাইদ হোসেনের ছেলে মোঃ জাহিদ হোসেন (২৬) এবং ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার পূর্ব খাবাসপুর গ্রামের মৃত গোলাম শেখের মেয়ে ও মোঃ সেলিম শেখের স্ত্রী রিংকি বেগম (২৭)।

বিস্তারিত, ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র ভারত হতে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর-বেনাপোল ও সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে ফেন্সিডিলের একটা বড় ধরনের চালান বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হবে।

এ প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব, ৩১ জুলাই-১৯ বুধবার ভোর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এ সময়, একটা হলুদ রংয়ের পিক-আপের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থা থেকে ১১২৪ (এক হাজার একশত চব্বিশ)  বোতল ফেন্সিডিল ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৭টি সিমকার্ডসহ ৪টি মোবাইল সেট  ও নদগ ১,৭০০/- টাকা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে, ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Comments

comments