আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

HSC’র ভূয়া প্রশ্নপত্র ফাঁস কারী প্রতারক চক্রের ১ সদস্য আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ ,২০ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১১:৪৯ অপরাহ্ণ ,২০ এপ্রিল, ২০১৯
HSC’র ভূয়া প্রশ্নপত্র ফাঁস কারী প্রতারক চক্রের ১ সদস্য আটক

স্টাফ রিপোর্টার।।  এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন পাবলিক পরীক্ষার ভূয়া রেজাল্ট পরিবর্তনকারী প্রতারক চক্রের ১ জন সক্রিয় সদস্য মোঃ শরিফুল ইসলাম (১৯) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাটপাড়া এলাকায় এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য এইচএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রয়ের উদ্দেশ্যে প্রতারনা মূলক কার্যক্রম চালাচ্ছে। এমন সংবাদের সত্যতা যাচাই করতে যেয়ে- ১৯ এপ্রিল-১৯ শুক্রবার রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাটপাড়া  এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় ধৃত ব্যক্তির নিকট থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেট জব্দ করা হয়।

আটককৃত ব্যাক্তি- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার ভাটপাড়া গ্রামের মোঃ বিল্লাল ফকিরের ছেলে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে, সে উক্ত প্রতারনার সাথে জড়িত। আটককৃত ব্যক্তিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, অভিযুক্ত মোঃ শরিফুল ইসলাম একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে অতিরিক্ত অর্থের বিনিময়ে মোবাইলের সিমকার্ড ভূয়া নামে রেজিস্ট্রেশন করে (সীমকার্ডের নম্বর- ০১৭০১০৮৫৯১৯)  এবং আসামী অসত্য তথ্য ব্যবহার করে jsshakibislam@gmail.com জি-মেইল এ্যাকাউন্ট খুলে উক্ত, জি-মেইল এ্যাকাউন্ট ব্যবহার করে (MD Shakib Islam) নামে একটা ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট ও BD ALL EXAM Question নামক ফেসবুক পেজ খুলে প্রতারনার উদ্দেশ্যে নিজেই এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ও পাবলিক পরীক্ষার রেজাল্ট অর্থের বিনিময়ে অসদপায় অবলম্বন করে সরবরাহ এবং পরিবর্তন করার নিমিত্তে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারনা চালায়। অভিযুক্ত আসামী ফেসবুকের মাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্ন সরবরাহ ও বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।

Comments

comments