আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুর ভেজাল খাদ্য সামগ্রী জব্দ, আটক ও অর্থদন্ড


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ ,৮ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১২:১৬ পূর্বাহ্ণ ,১০ এপ্রিল, ২০১৯
শরীয়তপুর ভেজাল খাদ্য সামগ্রী জব্দ, আটক ও অর্থদন্ড

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এবং শরীয়তপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৮ এপ্রিল-১৯ সোমবার দুপুর দেড় টার দিকে শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন মাসুরা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদনের কারখানার সন্ধান পায়। উক্ত কারখানাটি কোন প্রকার লাইসেন্স ছাড়াই অনুমোদনহীন ভাবে ভেজাল ও নিন্মমানের খাদ্য সামগ্রী (চানাচুর, বার্মিজ আচার, চাটনি ইত্যাদি) মানব দেহের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের রং ও কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন খ্যাদ্য সামগ্রী উৎপাদন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত কারখানার মালিক মোঃ জুম্মন পেদা (৩৩), পিতাঃ মৃত মনির পেদা, সাং-মাসুরা, থানাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুরকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও নকল চানাচুর, চাটনি, ক্ষতিকারক কেমিক্যাল, রং ইত্যাদি জব্দ করা হয়। উক্ত ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদন করার অপরাধে শরীয়তপুর জেলা কার্যালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক আসামী মোঃ জুম্মন পেদা (৩৩) কে ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জব্দকৃত ভেজাল ও নিন্মমানের খাদ্য সামগ্রী পুড়িয়ে ধ্বংস করা হয়।

Comments

comments