আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকুরী প্রত্যাশি যুবকদের সাথে প্রতারনার দ্বায়ে ১ প্রতারক গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ ,১০ মার্চ, ২০১৯ | আপডেট: ১০:২৯ অপরাহ্ণ ,১১ মার্চ, ২০১৯
চাকুরী প্রত্যাশি যুবকদের সাথে প্রতারনার দ্বায়ে ১ প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার।। ব্যবহৃত ভুয়া আইডি কার্ড, ভুয়া চাকুরীর নিয়োগপত্র, ভুয়া সীল ও ভুয়া স্ট্যাম্প সহ প্রতারনা চক্রের মূল হোতা মোঃ লিয়াকত হোসেন (৩১) কে আটক করেছে র‌্যাব-৮,সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।এ সময় আটককৃত আসামীর  নিকট হতে প্রতারনার কাজে  এবং বিপুল পরিমান চাকুরী প্রত্যাশিত ব্যক্তিদের আবেদনপত্র জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ-১৯ সোমবার সকালে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ফেলান নগর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তি- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ফেলান নগর গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে।

র‌্যাব-৮,সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ‘জনতার মেইল.কম’কে জানান- আসামী মোঃ লিয়াকত হোসেন দীর্ঘদিন যাবত ফরিদপুর জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় সে নিজেকে বিভিন্ন সময়ে পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকতা, ব্যাংকার, সাংবাদিক ও একমি কোম্পানীর একজন উর্ধ্বতন কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে এবং সরকারী ও বেসরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া লিখিত পরীক্ষাসহ মৌখিক ভাইভা বোর্ড বসিয়ে বিভিন্ন ধরনের নকল সীল মোহর ও কাগজপত্র তৈরীসহ ভুয়া নিয়োগপত্র প্রদান করে চাকুরী প্রত্যাশি যুবকদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ-২০১৯ তারিখ রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা ফেলান নগর গ্রাম হতে উক্ত ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত আসামীকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় একটি প্রতারণা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

comments