আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর পরকীয়ার অপমানে রাজবাড়ীর গোয়ালন্দে গৃহ বধুর আত্মহত্যা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ ,১ মার্চ, ২০১৯ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ণ ,২ মার্চ, ২০১৯
স্বামীর পরকীয়ার অপমানে রাজবাড়ীর গোয়ালন্দে গৃহ বধুর আত্মহত্যা

গোয়ালন্দ সংবাদদাতা।। বেহায়া নির্লজ্জ স্বামী রাসেল চৌধুরীর পরকীয়ার অপমানে স্ত্রী সাথী আক্তার দীপা (২৫) ওড়না দ্বারা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে গোয়ালন্দ পৌরসভার আলম চৌধুরীর পাড়ার আঃ সালাম প্রামানিকের মেয়ে। এবং গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিল।

এ ঘটনায়, ওই গৃহবধুর বাবা বাদি হয়ে ১লা মার্চ-১৯ শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় তার জামাতা রাসেল চৌধুরী (৩০) ও পরকীয়া প্রেমিকা সেতু (৩৫) কে আসামী করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন।

রাসেল চৌধুরী গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার মঞ্জু চৌধুরীর ছেলে ও সেতু বিজয়বাবুর পাড়ার সেলিম মোল্লার মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩ বছর আগে সালাম প্রামানিকের মেয়ে দীপার সাথে পারিবারিক ভাবে রাসেল চৌধুরীর বিয়ে হয়। তাদের দু’জনেরই এটা ২য় বিয়ে ছিল। বিয়ের পর থেকে একটি বে-সরকারী প্রতিষ্ঠানে চাকুরীর সুবাদে তারা ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত। তাদের পারিবারিক জীবন ভালোই কাটছিল। বছরখানেক আগে রাসেল চৌধুরী গোয়ালন্দে এক কলেজ শিক্ষকের স্ত্রী দুই সন্তানের জননী অপর এক গৃহবধু সেতুর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরে। এ কারণে রাসেল চৌধুরী দীপাকে শারীরিক ভাবে নির্যাতন করতে থাকে। এ পরিস্থিতিতে ৪ মাস আগে রাসেল চৌধুরী তার পরকীয়া প্রেমিকা সেতুকে তার ঢাকার বাসায় নিয়ে তোলে। এসময় তার স্ত্রী দীপা ওই মহিলা সম্পর্কে জানতে চাইলে রাসেল বলে সে তাকে বিয়ে করবে। বিষয়টি সহজে মানতে না পেরে দীপা সেখান থেকে গোয়ালন্দে বাবার বাড়িতে চলে আসে। এরপর থেকে রাসেল চৌধুরী ও সেতু তাদের জীবন থেকে সরে যেতে দীপাকে ফোনে চাপাচাপি করতে থাকে।
এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাসেল চৌধুরীর ভাগ্নের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে যায় দীপা। সেখানে রাসেল চৌধুরীও সেতুকে নিয়ে আসে এবং দীপাকে অপমানজনক বিভিন্ন কথা বলে। স্বামীর পরকীয়া ও অপমান সইতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দীপা বাবার বাড়িতে এসে নিজ ঘরে ওরনা পেঁচিয়ে আত্মহত্যার পথ বেঁছে নেয়।

এ বিষয়ে, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী জানান, নিহত দীপার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় নিহতের বাবা বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার আইনে মামলা দায়ের করেছেন। এজহারভুক্ত দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

comments