আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী লক্ষ্মীকোলের ভূয়া ডাক্তার পচা কর্মকার আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ ,১৯ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১১:১০ অপরাহ্ণ ,১৯ ফেব্রুয়ারি, ২০১৯
রাজবাড়ী লক্ষ্মীকোলের ভূয়া ডাক্তার পচা কর্মকার আটক

নিজস্ব প্রতিনিধি।। লক্ষ্মীকোলের ভূয়া ডাক্তার পচা কর্মকার ওরফে মধুসূদন কর্মকার (৭০) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

১৯ ফেব্রুয়ারি-১৯ মঙ্গলবার বেলা সোয়া ২.টার দিকে রাজবাড়ী জেলা সদরের রাজবাড়ী পৌরসভার ২-নং ওয়ার্ড এলাকার লক্ষ্মীকোল গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

আটক ও জরিমানা প্রদানকারী পচা কর্মকার ওরফে মধুসূদন কর্মকার হলো- রাজবাড়ী জেলা সদরের রাজবাড়ী পৌরসভার ২-নং ওয়ার্ড এলাকার লক্ষ্মীকোল গ্রামের মৃত হরিপদ কর্মকারের ছেলে।ও কর্মকার, দা-কাঁচিসহ লৌহজাতদ্রব্য বানানো কর্মকার।

‌র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ইফতেখারুজ্জামান জনতার মেইল.কম কে বলেন, উক্ত ভূয়া ডাক্তার চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার ডিগ্রীধারী না হয়েও প্রতারনা মূলকভাবে নিজেকে আয়ুবেদী ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে প্রায় একযুগ ধরে বিভিন্ন ধরণের জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। তার নিকট চিকিৎসা সেবা গ্রহণ করে অনেকেই প্রতারিত হয়েছেন। ভূক্তভোগী সেবা প্রার্থীগণ প্রতারিত হয়ে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে অবহিত করলে তদপ্রেক্ষিতে উক্ত ভূয়া ডাক্তারকে আটক করা হয়।

আটকের পর ভূয়া ডাক্তার পচা কর্মকার ওরফে মধুসূদন কর্মকার কে  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা মোতাবেক ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা অর্থ দন্ড, অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান, পচা কর্মকার ওষুধ বিক্রি ও চিকিৎসাসেবা দেওয়ার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছে এবং ভবিষ্যতে আর এ ধরনের অবৈধ কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন।

Comments

comments