আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে প্রাইভেট ক্লিনিকে অভিযান ও জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ ,৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:১৮ অপরাহ্ণ ,৯ ফেব্রুয়ারি, ২০১৯
রাজবাড়ীতে প্রাইভেট ক্লিনিকে অভিযান ও জরিমানা

কবির হোসেন-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী জেলা শহরের `রাবেয়া (প্রাঃ) হাসপাতাল লিমিটেড’এ মেয়াদ উত্তির্ণ রি-এজেন্ট রাখা ও আদর্শ ক্লিনিকে নিদিষ্ট তাপমাত্রায় রি-এজেন্ট (প্যাথলোজিতে ব্যাবহারিক ঔষধ) না রাখার দায়ে জরিমানা করেছে রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

৭ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩.টার দিকে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় রাবেয়া (প্রাঃ) হাসপাতাল লিমিটেড’কে মেয়াদ উর্ত্তিণ রি-এজেন্ট রাখার দায়ে ৫ হাজার ও আদর্শ ক্লিনিককে নিদিষ্ট তাপমাত্রায় রি-এজেন্ট না রাখায় ২ হাজার টাকা জরিমানা করেন এবং চার্ডে দেওয়া মূল্যে তালিকার চেয়ে রোগীদের থেকে বেশি টাকার নেবার বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ ও তত্বাবধানে, জেলা প্রশাসকের অনুমতিক্রম এবং সিভিল সার্জনের পরামর্শক্রমে রাজবাড়ী জেলা শহরের ৩ টি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদ উত্তির্ণ রি-এজেন্ট রাখা ও নির্দিষ্ট তাপমাত্রায় রি-এজেন্ট না রাখার কারনে দুইটি ক্লিনিককে জরিমানা করা হয়।

Comments

comments