আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুবে প্রকাশের দ্বায়ে আটক-১ ও মদ সহ-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ ,৯ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৮:৫৭ অপরাহ্ণ ,১০ জানুয়ারি, ২০১৯
প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুবে প্রকাশের দ্বায়ে আটক-১ ও মদ সহ-২

স্টাফ রিপোর্টার।। প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী ও প্রশাসন কর্মকর্তার বিকৃত ছবি, মানহানিকর বক্তব্য, সরকার বিরোধী বিভিন্ন তথ্য ফেসবুকে অপপ্রচার করার দ্বায়ে- র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সাহায্যে ১ টি মোবাইল ও ২ টি সীমকার্ডসহ মোঃ তানভীর হাসান মোহন (২৩) কে হাতে নাতে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

৯ জানুয়ারি-১৯ বুধবার সকাল পৌনে ১১.টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানাধীন নলগোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত তানভীর হাসান মোহন- রাজশাহী জেলার বাঘা উপজেলার তুলসিপুর গ্রামের মোঃ আঃ মান্নানের ছেলে। এ/পি সাং-মৃধাকান্দি, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর।

মাদারীপুর র‌্যাব জনতার মেইল.কম’কে জানায়, আটককৃত আসামী তার নিজ নামীয় Tanbir Hassan নামক (Facebook) ফেসবুক আইডির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার বিকৃত ছবি, প্রধান মন্ত্রীর পূত্র সজিব ওয়াজেদ জয়, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের নামে বিভিন্ন কুৎসামূলক বক্তব্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর বিকৃত ছবি, মানহানিকর বক্তব্য, সরকার বিরোধী বিভিন্ন তথ্য অপপ্রচার করে আসছিল। ধৃত আসামী স্থানীয় লোকজনের সম্মুখে উপরোক্ত অপরাধের কথা স্বীকার করে।

উদ্ধারকৃত মোবাইলসহ আটককৃত আসামীকে মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

                                      বিয়ার ও বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৬ জানুয়ারি-১৯ সকাল আনুমানিক ৬.টার সময় শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন কাজীরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুর জলোর জাজিরা উপজলোর দক্ষিণ ডুবুলদিয়া কাজীকান্দি গ্রামরে নূরুল আমিন কাজীর ছলে মোঃ কোরবান আলী বাবু (২০) ও মৃত আবুল হাসেম কাজীর ছলে নূরুল আমিন কাজী (৫০) কে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।আটকের সময় তাদের কাছ থেকে ৮৯ ক্যান বিয়ার ও ১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিয়ার ও বিদেশী মদসহ আটককৃত আসামীদেরকে শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।পরবর্তীতে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments