আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ড্রেজারের গর্তে ডুবে এক শিশুর মৃত্য;ভয়ে ড্রেজার মালিকের নাম কেউ বলেনা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ ,২২ জুন, ২০১৮ | আপডেট: ২:০৭ পূর্বাহ্ণ ,২৩ জুন, ২০১৮
গোয়ালন্দে ড্রেজারের গর্তে ডুবে এক শিশুর মৃত্য;ভয়ে ড্রেজার মালিকের নাম কেউ বলেনা

নিজস্ব প্রতিনিধি ।। ড্রেজার দ্বারা মাটি কেটে খনন করা গভির গর্তের পানিতে ডুবে ছাব্বির নামের ৭ বছরের এক শিশুর মৃত্য হয়েছে ।

২২শে জুন-১৮ শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউজানি গ্রামের পিয়ার আলীর মোড় সংলগ্ন মরা পদ্মার কোলের মধ্যে এ অপমৃত্যুর ঘটনাটি ঘটেছে ।

মৃত ছাব্বির মানিকগঞ্জ জেলার আরিচা এলাকার মোঃ মিন্টুর ছেলে ও কাউজানি গ্রামের হব্বি সরদারের নাতি ।
শিশু ছাব্বির ঢাকা কেরানীগঞ্জ একটি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেনীতে পড়া-লেখা করত, ঈদ উপলক্ষ্যে সে তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে । আজ বিকেলে অন্যান্য পোলাপানের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয় ।

স্থানীয়দের থেকে জানা যায়, প্রশাসনের নজর এড়িয়ে দির্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাবশালীরা অত্র এলাকার মরা পদ্মার কোলের মধ্যে থেকে অবৈধ ভাবে ড্রেজার দ্বারা মাটি কেটে বিভিন্ন মানুষের নিকট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে । ড্রেজার দ্বারা মাটি কাটায় গভির গর্তের সৃষ্টি হয়েছে, পাশেই রয়েছে মানুষের বসত বাড়ি, যে কোন সময় ড্রেজার গর্ত ভেঙ্গে বসত বাড়িগুলো গিলে খাওয়ার সম্ভাবনা রয়েছে । বেশ ঝুকির মধ্যে রয়েছে বসত বাড়িগুলো তবুও ভয়ে কেউ প্রশাসনকে জানায়না । আজ দূর্ঘটনার পর ড্রেজার মালিকের নাম পরিচয় জানার চেষ্টাকালে কেউ মুখ নাখোলায় পরিচয় জানাযায়নি ।
এ বিষয়টি প্রশাসনের নজরে এনে দ্রুত আইনগত ব্যাবস্থা নেওয়া উচিত বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী ।

Comments

comments