আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ৭টি ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস; অবৈধভাবে বালি উত্তোলনের দ্বায়ে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ ,১৩ জুন, ২০১৮ | আপডেট: ২:৪৩ পূর্বাহ্ণ ,১৩ জুন, ২০১৮
গোয়ালন্দে ৭টি ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস; অবৈধভাবে বালি উত্তোলনের দ্বায়ে

নিজস্ব প্রতিনিধি ।। সরকারী আইন লংঘন করে বিভিন্ন নদ-নদী ও খাল-বিল থেকে অবৈধভাবে বালি উত্তোলনকারী ৭টি ড্র্রেজার মেশিন জব্দ করে ২টি ড্রেজার মেশিন আগনে পুরিয়ে ধ্বংস করা হয় এবং ৫টি ড্রেজার মেশিনের বিপুল সংখ্যাক পাইপ ধ্বংস ও দুইটি ড্রেজার মেশিন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।

এ সময় উত্তর দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় উত্তোলনকৃত বালু হতে এসকেভেটর মেশিন দ্বারা কাটার দায়ে ৩জনকে আটক করে পরে তাদেরকে স্ট্যাম্পে লিখিত অঙ্গিকার নামা নিয়ে ছেড়ে দেয়া হয়।

১২ই জুন-১৮ মঙ্গলবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল সাদীদ গোয়ালন্দ উপজেলার উপজেলার দেবগ্রাম ও উজানচর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অঙ্গিকার নামা প্রদানকারীরা হলেন, দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ার তোরাপ আলীর ছেলে সাইদ(৩৮), গোয়ালন্দ পৌর এলাকার জুড়ান মোল্লা পাড়ার কেচমত মোল্লার ছেলে বাবলু মোল্লা(৪৫) ও জানুকি রায়ের পাড়ার আমীর আলীর চেলে আক্কাছ শেখ(৪০)।

Comments

comments